Ed Files Case Against Prakash Raj-Vijay : প্রকাশ রাজ, বিজয় দেবরাকোণ্ডাদের বিরুদ্ধে মামলা দায়ের ইডির! অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে আর কারা জড়িয়ে আছেন?
ডিজিটাল ডেস্ক, ১১ জুলাই : বেআইনি বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে এবার বড়সড় সমস্যায় পড়তে চলেছেন দক্ষিণী সিনেমা জগতের তারকারা বিজয় দেবরাকোণ্ডা, রানা দাগ্গুবাটি এবং প্রকাশ রাজ। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (Ed Files Case Against Prakash Raj-Vijay)। ইডি সূত্রে জানা গেছে, এই মামলায় মোট ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারের নামও। জানা গিয়েছে, বেআইনি বেটিং অ্যাপ প্রমোশনের সূত্র ধরে মিয়াপুর, সাইবারাবাদ, সুরিয়াপেত, পাঞ্জাগুট্টা এবং বিশাখাপত্তনমের থানাগুলিতে অর্থ তছরুপ প্রতিরোধ আইন বা PMLA-এর আওতায় পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরগুলির ভিত্তিতেই এবার পদক্ষেপ করেছে ইডি।
অভিযোগ উঠেছে, ‘জংলি রামি’, ‘এ২৩’, ‘জিতউইন’, ‘পরিম্যাচ’ ও ‘লোটাস৩৬৫’-র মতো বেআইনি বেটিং অ্যাপের প্রচারে অংশ নিয়েছেন একাধিক জনপ্রিয় সেলিব্রিটি। ইডির দাবি, এই অ্যাপগুলির প্রচারের বিনিময়ে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তারা।
এই অ্যাপগুলিকে সমাজসেবা, বিনোদন বা দক্ষতা-নির্ভর গেমিংয়ের মোড়কে তুলে ধরা হলেও, বাস্তবে বহু মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। সেলিব্রিটিদের প্রচারে প্রভাবিত হয়ে অনেকে এই গেম খেলায় জড়িয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এক অভিযোগকারীর দাবি, ইউটিউবে বিজ্ঞাপনে তারকাদের endorsements দেখে তিনি ওই অ্যাপে খেলতে গিয়ে প্রায় ৩ কোটি টাকা হারিয়েছেন।
ইডি সূত্রে জানা যাচ্ছে, এই মামলায় তালিকাভুক্ত থাকা ব্যক্তিদের খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। যদিও অভিযুক্ত অনেক সেলিব্রিটিই তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, সংশ্লিষ্ট অ্যাপের প্রোমোটারদের সঙ্গে বৈধ চুক্তির ভিত্তিতেই তারা প্রচারে অংশ নিয়েছেন এবং কোনও বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন না।