IIM Joka Rape Allegation:সংস্কার হয়ে দাঁড়াল ? আইআইএম জোকায় তরুণী ধর্ষণের অভিযোগ

11

ডিজিটাল ডেস্ক ১২ই জুলাইঃ ফের কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগ। আরজি কর কাণ্ডের এখনও একবছর হয়নি। তারমধ্যেই সাউথ ক্যালকাটা ল’কলেজের ঘটনা সামনে এসেছিল। এবার আইআইএম জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ উঠেছে(IIM Joka Rape Allegation)।

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকা ক্যাম্পাসে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকার পরিচালিত ওই ম্যানেজমেন্ট শিক্ষাকেন্দ্রের হস্টেলে এক তরুণীকে ডেকে এনে যৌন নিগ্রহ তথা ধর্ষণ করা হয় বলে অভিযোগ । অভিযোগের তির আইআইএম জোকার এক ছাত্রের বিরুদ্ধে। এই প্রিমিয়াম ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ব্যাপারে শুক্রবার দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ইতিমধ্যেই ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।

নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়। অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয়। তাঁকে খাবার খেতে দেওয়া হয়। তারপরই তিনি সেখানেই আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থায় তাঁর উপর চলে শারীরিক নির্যাতন। অভিযোগ, ধর্ষণ করা হয় তাঁকে। নির্যাতিতার বয়ান অনুসারে, তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন। যখন সম্বিৎ ফেরে ,দেখেন বয়েজ হস্টেলে পড়ে রয়েছেন। তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। কিন্তু আইআইএম হরিদেবপুর থানায় পরে। তাই নির্যাতিতাকে হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠেন হরিদেবপুর থানার আধিকারিকরা। পুলিশের সূত্র জানিয়েছে, রাতেই কলেজের এক ছাত্রকে আটক করা হয়েছে।

সম্প্রতি কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর মাত্র কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আওতায় কলেজের ক্যাম্পাসে যৌন নিগ্রহর অভিযোগ ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন লালবাজারের কর্তারা। পুলিশ জানিয়েছে, সোশাল মিডিয়ায় অভিযুক্ত ওই তরুণ ছাত্রের সঙ্গে যোগাযোগ হয় তরুণীর। ওই তরুণীর সঙ্গে তার বন্ধুর সম্পর্কের কিছুটা অবনতি হয়। এরপরই তরুণী ওই ছাত্রর কাছ থেকে পরামর্শ নিতে চান। তাকে কলেজ ক্যাম্পাসে এদিন আসতে বলা হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সঙ্গে তরুণীর ওই এক পরিচিত। তরুণীর সঙ্গে আলাদাভাবে আলোচনার নাম করে তাকে হস্টেলে নিয়ে যাওয়া হয়।

এদিন হস্টেলের ফাঁকা ঘরে তাঁর উপর যৌন নিগ্রহ হয় ও এই ঘটনার কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলে তরুণীকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পুলিশকে তরুণী জানান, অভিযুক্তর অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসার পরই তিনি হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশের আধিকারিকরা ওই হস্টেলে যান। পুলিশ তদন্ত শুরু করে। একজনকে আটক করা হয়েছে। রাত পর্যন্ত পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।