SSC Recruitment Update : সুখবর! এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়তে চলেছে আরও এক সপ্তাহ

15

ডিজিটাল ডেস্ক, ১২ জুলাই : এসএসসি আবেদনকারীদের সুবিধার কথা ভেবে সময়সীমা আরও ৭ দিন বাড়াচ্ছে, আগে নির্ধারিত ছিল ১৪ জুলাই পর্যন্ত (SSC Recruitment Update)। ফলে, এখন ২১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে পোর্টালের মাধ্যমে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এসএসসি পোর্টালের মাধ্যমে, এবং ইতিমধ্যেই ৪ লক্ষ ১০৪টি আবেদন জমা পড়েছে। এসএসসি সূত্রে জানা গেছে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাকরির বাতিল হওয়া প্যানেল নিয়ে রিভিউ পিটিশন দায়ের করেছে, যার শুনানি হতে পারে জুলাই মাসের শেষদিকে। এছাড়া ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কারণে পোর্টাল চারদিন বন্ধ ছিল, সেই সময়ে অনেক প্রার্থী আবেদন করতে পারেননি। রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজ যেন নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত না হন—এই চিন্তা থেকেই সময়সীমা বাড়ানো হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের নির্দেশে মোট ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়। সেই সঙ্গে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, চাকরিচ্যুত প্রার্থীদের নতুন করে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং সেই পরীক্ষার আয়োজনের দায়িত্ব দেওয়া হয় এসএসসি-কে। এই নির্দেশ মেনে, এসএসসি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আবেদনের জন্য অনলাইন পোর্টালও চালু করা হয়। এদিকে, এসএসসি চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে এবং সেই অনুযায়ী প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে।