Odisha Couple Torture : ওড়িশায় মধ্যযুগীয় বর্বরতা? পিসিকে বিয়ে ভাইপোর, লাঙলে বেঁধে করানো হল হালচাষ! চলল মারধর!

10

ডিজিটাল ডেস্ক, ১২ জুলাই : ষাঁড়ের মতো লাঙলের সঙ্গে বেঁধে এক যুবক ও যুবতীকে দিয়ে জোর করে হালচাষ করানো হল। শুধু তাই নয়, ষাঁড়কে যেভাবে কঞ্চি দিয়ে মারা হয়, ঠিক সেভাবেই মারধর করা হল ওই নবদম্পতিকে (Odisha Couple Torture)। এই অমানবিক ঘটনার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সংবাদসংস্থা এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়ার কাঞ্জামাঝিরা গ্রামে। যদিও ঘটনাটি ঘটেছে প্রায় এক সপ্তাহ আগে, তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের জন্য একটি দল ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে। পুলিশ সুপার এস স্বাতী কুমার জানিয়েছেন, শীঘ্রই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হবে এবং উত্তরদায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পুলিশ বিস্তারিত কিছু না জানালেও, স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, নবদম্পতির প্রেমের সম্পর্ক মেনে নেয়নি গ্রামবাসীরা। ওড়িশার স্থানীয় সংবাদমাধ্যম ‘কলিঙ্গ টিভি’-র প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক ও যুবতী আসলে পিসি এবং ভাইপো। একসময় তাঁরা একে অপরের প্রেমে পড়েন, এবং পরে বিয়ে করেন। তবে গ্রামবাসীরা তাঁদের সম্পর্ককে “অবৈধ” বলে দাগিয়ে দেন। সেই ক্ষোভ থেকেই নবদম্পতিকে শাস্তি দিতে ভয়াবহ এই অমানবিক কাণ্ড ঘটানো হয়, এমনটাই দাবি স্থানীয় সূত্রের।

আর সেই ‘শাস্তি’ হিসেবেই লাঙলের সঙ্গে বেঁধে যুবক ও যুবতীকে দিয়ে হালচাষ করানো হয়। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়, যেভাবে ষাঁড়কে লাঙলে বেঁধে মাঠে নামানো হয়, ঠিক সেভাবেই নবদম্পতিকে জোর করে বেঁধে দেওয়া হয় লাঙলের সঙ্গে। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, কমপক্ষে দুই পুরুষ যুবতীর শরীর স্পর্শ করছেন, যা আরও নিন্দনীয় ও অমানবিক পরিস্থিতি তৈরি করে। তার মধ্যেই জোর করে যুবক ও যুবতীকে উঠে দাঁড়াতে বাধ্য করা হয়, এবং হাল টানতে বাধ্য করা হয় তাদের।

যেভাবে সাধারণত ষাঁড় দিয়ে হালচাষ করা হয়, ঠিক সেভাবেই ওই যুবক ও যুবতীকে দিয়ে জোর করে জমিতে ঘোরানো হতে থাকে। তাঁদের কঞ্চি দিয়ে মারধর করা হয়, যাতে তাঁরা থেমে না যান। প্রথমে দু’জন পুরুষ মারধরে যুক্ত ছিলেন, পরে এক বৃদ্ধাও এগিয়ে এসে মারতে যান। তবে সেই সময় কেউ একজন তাঁদের থামিয়ে দেন, ফলে বৃদ্ধা শেষ পর্যন্ত আঘাত না করলেও এক পুরুষ যুবককে বারবার চড় মারতে থাকেন। ভিডিওর প্রতিটি মুহূর্তে দেখা যাচ্ছে, কীভাবে মানসিক ও শারীরিকভাবে ওই নবদম্পতিকে লাঞ্ছনা করা হয়েছে, যা ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে সমাজজুড়ে।

বিজেপি-শাসিত এই রাজ্যে একের পর এক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা সামনে আসছে। রিপোর্ট অনুযায়ী, মাত্র ১৭ দিনের মধ্যে রাজ্যে সাতটি ধর্ষণ বা যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের মধ্যে। এর জেরে বিজেপি-শাসিত ওড়িশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তুলছেন বিরোধীরা।