Sainthia Murder News:পর পর ভয়ঙ্করভাবে তৃণমূল নেতা খুন,সাঁইথিয়ায় পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জে গুলি

17

ডিজিটাল ডেস্ক ১৩ই জুলাইঃ ভাঙড়ের পর সাঁইথিয়ার পালা। বীরভূমে ফের শুটআউট। পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হল পীযূষ ঘোষ নামে এক তৃণমূল নেতাকে। শনিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামে। গুলির আওয়াজ পেয়ে সেখানে পৌঁছন স্থানীয়রা। কিন্তু তার আগেই ঘটনাস্থল ছেড়েছিল দুষ্কৃতীরা। চাঞ্চল্য গোটা এলাকায়। এই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ(Sainthia Murder News)।

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে খুন হলেন শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। বয়স ৪২ বছর । এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ২ মহিলা-সহ আটক করা হয়েছে ৩ জনকে। চলছে জিজ্ঞাসাবাদ। ভোর প্রায় ৪টে নাগাদ রাস্তা থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ,পাশে রাখা ছিল তাঁর বাইক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথার পেছনে গুলি করা হয় তাঁকে। গুলি মাথা ফুঁড়ে কপাল দিয়ে বেরিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা-সহ আত্মীয় পরিজনরা দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে খবর,পীযূষ বীরভূমের সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূলের লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। এলাকায় দাপুটে নেতা হিসেবেই তিনি পরিচিত। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি বাড়ি ফেরেন। এর পরেই তাঁর কাছে একটি ফোন আসে, তিনি বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মোড়ে যান। অভিযোগ,কোমরপুর গ্রামের মোড়েই একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হয ওই তৃণমূল নেতাকে।

পরিবার সূত্রে খবর,তারপর রাত এগারোটা নাগাদ ওই তৃণমূল নেতা বাড়ি থকে বেরিয়ে যায়। অভিযোগ,বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ওই নেতাকে। খুব কাছ থেকে পীযূষকে গুলি করা হয়েছে বলে দাবি পরিবারের। । সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশকে প্রথমে জানান এখন স্থানিয়রা । পীযূষ ঘোষ দেহ রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানেই লাভপুর ও সাঁইথিয়া এলাকার তৃণমূল নেতারা রয়েছেন।