ডিজিটাল ডেস্ক ১৪ই জুলাইঃ প্রতিটি দিনই বিশেষ এবং অনন্য। প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আসে। এই দিনের আসন্ন চ্যালেঞ্জ এবং ঘটনার জন্য প্রস্তুত থাকতে আপনি এই দিনের রাশিফল পড়ে তথ্য পেতে পারেন। আজ সোমবার ১৪ জুলাই ইংরাজি বছর ২০২৫ এবং বাংলা ১৪৩২ সন। বৈদিক পঞ্জিকা অনুসারে আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কৃষ্ণা চতুর্থী তিথি থাকবে(Today Horoscope)। তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী তিথি। আজ সারাদিন আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকছে। আজ সকাল ৫টায় সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৪ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে সোমবার হল মহাদেবের দিন। আজ কোন কোন রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ্য আলচনা করা হল
মেষ- কোনও কিছু পেতে আজ দেরি হতে পারে মেষ রাশির জাতকদের। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নিন। ঋণ সংক্রান্ত সমস্যায় জড়াতে পারেন। ওষুধ ও চামড়ার ব্যবসা আজ বিশেষ ভাবে লাভজনক হবে। কোনও ভ্রাতৃস্থানীয় ব্যক্তির দুঃসংবাদ পেতে পারেন।
বৃষ- ঘরবাড়ি পরিবর্তনের যোগ রয়েছে। কর্মক্ষেত্রের ভুল-ভ্রান্তি সংশোধন করুন। সন্তানের উন্নতিতে আজ আপনি গর্ব অনুভব করবেন। বড় কোনও চুক্তিভিত্তিক কাজের সঙ্গে আজ আপনি যুক্ত হতে পারেন। সৌখিন দ্রব্য কিনতে অর্থ ব্যয় হতে পারে।
মিথুন- ভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। স্পষ্ট বক্তব্যের কারণে শত্রু বৃদ্ধি হবে। ভাগ্যের উন্নতিতে বাধা পেতে পারেন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। নতুন চাকরি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
কর্কট- আজ আধ্যাত্মিক ভাবে উন্নতি হতে পারে কর্কট রাশির জাতকদের। গলার সামান্য সমস্যাতেও চিকিৎসকের পরামর্শ নিন। অর্থ উপার্জন বাড়বে। আজ ব্যবসায় মুনাফা বাড়তে পারে। কর্মপ্রার্থীদের আজ ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। নতুন গাড়ি কেনার সুযোগ পেতে পারেন।
সিংহ- বন্ধু নির্বাচন সঠিক করতে হবে,তা না হলে ঠকতে হতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্য আসবে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। চোট-আঘাতের সম্ভাবনা রয়েছে। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অংশীদারি ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে।
কন্যা- আজ মানসিক শান্তির অভাব থাকবে। সাংসারিক কাজের ঝঞ্ঝাট বাড়তে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং গুরুদায়িত্ব আপনার কাঁধে আসবে। ভাই-বোনের মধ্যে মতপার্থক্য দেখা দিতে পারে। ব্যক্তিগত কোনও সমস্যায় বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আচমকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
তুলা- অবিবেচক সিদ্ধান্তের কারণে আজ ভালো সুযোগ হাতছাড়া হতে পারে তুলা রাশির জাতকদের। ক্রনিক রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। পাওনা টাকা পেতে দেরি হতে পারে। নির্ভরযোগ্য স্থানে কাজের সুযোগ পেতে পারেন। আইনগত কাজে বাধা পেতে পারেন।
বৃশ্চিক- কর্মক্ষেত্রে অযাচিত দায়িত্ব বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়াতে পারলে ভালো হয়। আত্মীয়স্বজনের থেকে উপকার পেতে পারেন। অংশীদারি ব্যবসায় ক্ষতি হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। দীর্ঘদিনের বকেয়া ঋণ থেকে মুক্তির ইঙ্গিত রয়েছে।
ধনু- সরল ভাবে সবাইকে বিশ্বাস করলে আজ ঠকতে হতে পারে ধনু রাশির জাতকদের। পরিবারের সদস্যদের চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে। মানসিক চিন্তা বাড়বে। জলবাহিত রোগের সম্ভাবনা রয়েছে।
মকর- ঈর্ষার কারণে আত্মীয়দের থেকে ক্ষতি হতে পারে। বিলাসিতার জন্য জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। দাম্পত্যে মতভেদ দূর হবে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার ইঙ্গিত রয়েছে। বাঁকা পথে উপার্জনের প্রস্তাব পেতে পারেন। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রনিক অসুখ ফিরে আসতে পারে।
কুম্ভ- সাংসারিক ঝামেলার কারণে মানসিক শান্তির অভাব থাকবে। নিজের বুদ্ধির দোষে কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্যে মতভেদ বাড়বে। ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে এবং আইনি জটিলতা আসতে পারে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। দুই চাকার যান থেকে আঘাত পেতে পারেন।
মীন- সংক্রামক রোগ বাড়তে পারে। কমিশনের কাজে অর্থলাভ হতে পারে। মায়ের শরীর-স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে। সন্তানের কারণে অপব্যয় হতে পারে। গুপ্ত শত্রুতার জেরে কর্মক্ষেত্রে সুনামহানি এবং ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভাই-বোনের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।