Plane Crash : ফের ওড়ার কয়েক মুহূর্ত পরেই ভেঙে পড়ল বিমান! সঙ্গে সঙ্গে বিস্ফোরণ! এবার কোথায়?

10

ডিজিটাল ডেস্ক, ১৪ জুলাই : আহমেদাবাদের মতো, ওড়ার কিছুক্ষণ পরেই লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ভেঙে পড়ল একটি ছোট বিমান (Plane Crash)। জানা গিয়েছে, বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়ংকর ছবি ও ভিডিও সামনে এসেছে। তবে এখনো পর্যন্ত হতাহতের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে একটি বীচ বি২০০ সুপার কিং এয়ার মডেলের বিমানে। প্রায় ১২ মিটার লম্বা এই ছোট বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী যাত্রা করতে পারেন। স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেল ৪টা নাগাদ বিমানটি লন্ডনের সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে আগুন ধরে যায়, এবং বিমানের ভগ্নাবশেষ থেকে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সাউথএন্ড বিমানবন্দরে একটি গুরুতর ঘটনার জেরে তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা নাগাদ একটি ১২ মিটার লম্বা বিমান দুর্ঘটনার কবলে পড়ে। সাধারণত এই ধরনের বিমানে সর্বোচ্চ ৯ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মী থাকেন। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, বিমানটি সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তবে ওড়ার কয়েক সেকেন্ড পরেই সেটি ভেঙে পড়ে। এরপরই বিস্ফোরণে আগুন ধরে যায়, যার ভয়াবহ দৃশ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। (তবে ওই ভিডিওগুলোর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল নিজে যাচাই করেনি)। বিস্ফোরণের ফলে গোটা বিমানবন্দর এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

এসেক্স পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেলে বিমান ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই তৎপরতা শুরু হয় এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত রচফোর্ড হান্ড্রেড গল্ফ ক্লাব এবং ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি, ঠিক কতজন যাত্রী ও বিমানকর্মী বিমানে ছিলেন এবং তাঁদের বর্তমান অবস্থা কী। দুর্ঘটনার সঠিক কারণ কী, তা জানতে তদন্ত চালানো হচ্ছে।