Divorce In Sports World : ব্যাডমিন্ট্নের পাওয়ার কাপলের সম্পর্কে ভাঙন! বিবাহবিচ্ছেদের ঘোষণা ক্রীড়া জগতে!
ডিজিটাল ডেস্ক, ১৪ জুলাই : ২০১৮ সালের ১৪ ডিসেম্বর ব্যাডমিন্টন দুনিয়ার দুই তারকা সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটল এবার। অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা নেহওয়াল নিজেই জানিয়েছেন তাঁদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা (Divorce In Sports World)।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা নেহওয়াল লেখেন, “জীবন কখনও কখনও আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক চিন্তাভাবনার পর, পারুপল্লি কাশ্যপ ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরের জন্য শান্তি, ব্যক্তিগত উন্নতি ও নিরাময়কে বেছে নিচ্ছি। অতীতের স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ থাকব সবসময়। ভবিষ্যতের জন্য একে অপরের প্রতি শুধুই শুভকামনা রইল। আমাদের এই সিদ্ধান্তকে বুঝে গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।”
২০০৫ সাল থেকেই গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করতেন সাইনা নেহওয়াল ও পারুপল্লি কাশ্যপ। প্রায় এক দশকের প্রেমের পর তাঁরা শুরু করেছিলেন জীবনের ‘ডাবলস ইনিংস’। সেই সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়ায় চমকে গিয়েছেন তাঁদের ভক্তরা। এত বছরের সুন্দর সম্পর্কের এমন পরিণতি অনেকের কাছেই অপ্রত্যাশিত।
উল্লেখ্য, ২০০৮ সালে বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতে আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়েন সাইনা। এরপর অলিম্পিকে অভিষেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে ইতিহাস গড়েন তিনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেন। এর আগে অর্জুন পুরস্কার (২০০৯) ও রাজীব গান্ধী খেলরত্ন (২০১০) পান সাইনা। তিনি একমাত্র ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে পৌঁছেছেন।
অন্যদিকে, পারুপল্লি কাশ্যপ ২০১২ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন। সেই বছরই লন্ডন অলিম্পিকে তিনি প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সিঙ্গেলস ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছন, যা ছিল এক ঐতিহাসিক সাফল্য। এরপর ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে তিনি স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেন। ২০১৩ সালে তিনি নিজের কেরিয়ারের সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং—৬ নম্বরে পৌঁছেছিলেন। ২০২৪ সালে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে অবসর নিয়ে কোচিংয়ে মন দেন কাশ্যপ।