ডিজিটাল ডেস্ক, ১৪ জুলাই : বাংলার সংস্কৃতি ও আত্মপরিচয়ের উপর বিজেপির “সংগঠিত ও সাম্প্রদায়িক আক্রমণ” বন্ধে রাজপথে নামার ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। দলীয় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তৃণমূল জানায়, বাংলার উপর এই আঘাত আর সূক্ষ্ম বা বিচ্ছিন্ন নয়— এটি এখন “সংগঠিত, ধারাবাহিক এবং গভীরভাবে সাম্প্রদায়িক”।
এই পরিস্থিতির বিরুদ্ধে সরব হতে, দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে পথে নামছেন (Mamata Abhishek Rally)। দলের তরফে শেয়ার করা একটি পোস্টারে তাঁদের ছবি রয়েছে, সঙ্গে উল্লেখ— ১৬ জুলাই, দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত হবে প্রতিবাদ মিছিল। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এই কর্মসূচির লক্ষ্য বাংলার সংস্কৃতি, ভাষা, আত্মপরিচয় এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করা। রাজ্যজুড়ে দলীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি আদমশুমারি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তিনি বলেন, যাঁরা নিজেদের মাতৃভাষা বাংলা বলে দাবি করছেন, তাঁরা আসলে ‘বাংলাদেশি’। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে বাংলা ভাষা এবং বাঙালি পরিচয়ের সরাসরি অপমান বলেই মনে করছে। এই পরিস্থিতিতে প্রতিবাদে নেতৃত্ব দিতে মঙ্গলবার কলকাতার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, হাওড়া, দমদম, সল্টলেক, ভাঙড়-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা মিছিলে অংশ নেবেন। দলের বার্তা স্পষ্ট— বাংলা ও বাঙালিকে অপমান করা হলে তার জবাব দেওয়া হবে রাস্তায় নেমে। এই কর্মসূচির মাধ্যমে বিজেপির বিরুদ্ধে বাংলার আত্মপরিচয় ও ভাষার মর্যাদা রক্ষার সুরে সুর মিলিয়ে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।