Mahua Moitra On Bengali Harassment : ফের বাঙালি নির্যাতন! এবার ছত্তিশগড়! বেআইনিভাবে গ্রেফতারির অভিযোগ! সরব মহুয়া
ডিজিটাল ডেস্ক, ১৫ জুলাই : ওড়িশা ও দিল্লির পর এবার ছত্তিশগড়েও বাঙালিদের উপর নিপীড়নের অভিযোগ উঠল। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে জানান, ছত্তিশগড়ে কাজে যাওয়া ৯ জন বাঙালি শ্রমিককে জোর করে আটক করেছে স্থানীয় পুলিশ। সাংসদের দাবি, যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁদের জেলে রাখা হয়েছে। ঘটনাটিকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তিনি এবং অবিলম্বে তাঁদের মুক্তির দাবিও জানিয়েছেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে (Mahua Moitra On Bengali Harassment)।
সোমবার রাতে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি সামনে আনেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানান, তাঁর লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরের ৯ জন বাসিন্দা ছত্তিশগড়ের কোন্দগাঁও জেলার একটি স্কুলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। কিন্তু গত শনিবার হঠাৎ করেই তাঁদের বাসস্থান থেকে তুলে নিয়ে যায় ছত্তিশগড় পুলিশ।
সাংসদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও ওই ৯ জন বাঙালি শ্রমিককে জেলে বন্দি রাখা হয়েছে। এমনকি তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে পরিবারের সদস্যরাও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তিনদিন কেটে গেলেও ওই শ্রমিকেরা কোথায় রয়েছেন, সে বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবারগুলির মধ্যে।
গোটা ঘটনাটিকে সরাসরি সরকারি মদতপুষ্ট অপহরণ বলেই কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ডিটেনশন অর্ডারের কপি, কোনও শুনানি বা আইনি সহায়তা ছাড়াই ছত্তিশগড়ের ৯ জন বাঙালিকে আটক করে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আদতে এটি সরকারি নির্দেশে সংঘটিত অপহরণ ছাড়া কিছু নয়।”
মহুয়ার দাবি, ছত্তিশগড় পুলিশ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করেই এই পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানান, স্থানীয় পুলিশ সুপার তাঁকে জানিয়েছেন যে, আটক বাঙালিদের বিরুদ্ধে আদিবাসী মহিলাদের ধর্ষণের অভিযোগ রয়েছে। তবে এমন একটি গুরুতর অভিযোগ থাকলেও, বিনা প্রক্রিয়ায় ও গোপনে যেভাবে তাঁদের আটক রাখা হয়েছে, তাতে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখযোগ্যভাবে, দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ ক্রমেই বাড়ছে। অনেকক্ষেত্রে তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ওড়িশা, দিল্লির জয়হিন্দ কলোনি সহ একাধিক রাজ্যে একের পর এক বাঙালি হেনস্তার ঘটনা সামনে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যই বিদ্যুৎ ও জল সংযোগ পর্যন্ত কেটে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতি নিয়ে দিন কয়েক আগে এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিদের উপর এই ধারাবাহিক নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নামারও ঘোষণা করেছেন তিনি। তাঁর নেতৃত্বে প্রতিবাদ মিছিলের পরিকল্পনার মাঝেই ছত্তিশগড়ে ৯ জন বাঙালি শ্রমিককে আটক করার ঘটনা সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।