RG Kar Sanjay Rai Update : আরজি কর কাণ্ডে সঞ্জয়ের মামলা গ্রহণ করল হাইকোর্ট, কবে থেকে শুরু শুনানি?

16

ডিজিটাল ডেস্ক, ১৬ জুলাই : আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের আবেদন গ্রহণ করল কলকাতা হাই কোর্ট। তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বেকসুর খালাসের আর্জি জানান। বুধবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআই যে মামলা দায়ের করেছে, এই মামলা তার সঙ্গেই একত্রে শোনা হবে। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে (RG Kar Sanjay Rai Update)।

বুধবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতের সহায়তায় অংশ নিতে পারে। সঞ্জয় রায়ের আইনজীবী কৌশিক গুপ্ত জানান, কিছু সীমিত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করা যায় না, এবং তাঁর মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার মতো পর্যাপ্ত কারণ রয়েছে।

আরজি কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত তাঁকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করে। ওই রায়ের বিরুদ্ধে সিবিআই হাই কোর্টে মামলা দায়ের করে এবং অভিযুক্তের মৃত্যুদণ্ডের আবেদন জানায়। এর পাল্টা হিসেবে সঞ্জয়ও নিজেকে নির্দোষ দাবি করে হাই কোর্টে বেকসুর খালাসের আবেদন জানান।

আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগে গত জানুয়ারি মাসে শিয়ালদহ আদালত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেছেন বরখাস্ত হওয়া সঞ্জয়ের আইনজীবী।

শিয়ালদহ আদালতের রায় ঘোষণার পরেই সঞ্জয়ের আইনজীবী বলেছিলেন, ‘‘আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। যে কোনও অভিযুক্তের, যিনি দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁর উচ্চ আদালতে আবেদন করার সাংবিধানিক অধিকার রয়েছে। আমরা সেই আবেদন করার জন্য কিছুটা সময় নিতে চাই।’’ পাশাপাশি তিনি এ-ও জানান, তাঁদের মতে সঞ্জয় প্রকৃতপক্ষে অপরাধী নন, বরং তিনি নিজেই এই ঘটনার এক ‘নির্যাতিত’।