Dilip Ghosh:‘দল চায় না আমি যাই’ ফের বঙ্গে মোদীর সভায় ব্রাত্য দিলীপ

11

ডিজিটাল ডেস্ক ১৮ই জুলাইঃ আজ,শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিনেই দিল্লি রওনা হচ্ছেন দিলীপ ঘোষ এমন খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে(Dilip Ghosh)।

দলীয় পদ হারানোর পর থেকে রাজ্য বিজেপির সভা-সমাবেশে কার্যত অদৃশ্য ছিলেন দিলীপ ঘোষ। নিজেই কিছুদিন আগে অভিযোগ করেছিলেন, কোনও বৈঠকে ডাকা তো দূর, এমনকী বসার জন্য চেয়ারও নাকি দেওয়া হতো না তাঁকে। অথচ, বিজেপির একদা দাপুটে এই রাজ্য সভাপতি সম্প্রতি যেন একটু নড়েচড়ে বসেছেন। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে দিলীপকে কিছুটা বেশি সক্রিয় দেখা যাচ্ছে, তা নিয়েও আলোচনা কিছু কম হয়নি।

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দমদম বিমানবন্দরে দেখা গেল দিলীপ ঘোষকে। সেখানেই বিজেপি নেতা জানান, দলের কাজে তিনি দিল্লি যাচ্ছেন। কিন্তু মোদির সভার দিনেই কেন দিল্লি সফর? দিলীপের কথায়, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”

দীর্ঘদিন ধরেই আদি-নব্য দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি। সময়ের সঙ্গে সঙ্গে কোণঠাসা হতে হয়েছে দাপুটে নেতা দিলীপ ঘোষকে। তবে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ার পর ছবিটা বদলাবে বলেই আশা করেছিলেন সকলে। কিন্তু মোদির সভায় দিলীপকে আমন্ত্রণ না জানানোয় আরও প্রকট দলের ফাটল। অভিমানী দিলীপ ২১ জুলাই কী করেন, এবার সেদিকেই তাকিয়ে ওয়াকিবহলমহল।