ডিজিটাল ডেস্ক ১৮ই জুলাইঃ সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক,সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ১৮ জুলাই, ২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯৩১৫ টাকা, যা গত দিনের থেকে -০.২৭ শতাংশ পরিবর্তিত হয়েছে(Gold Price)।
কলকাতায় সোনার দাম
(শুক্রবার)
হলমার্ক সোনার গহনা(২২ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৩১৫ টাকা
১০গ্রামের দাম ৯৩১৫০ টাকা
খুচরো পাকা সোনা(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৮০০ টাকা
১০ গ্রামের দাম ৯৮০০০ টাকা
পাকা সোনার বাট(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৭৫০ টাকা
১০ গ্রামের দাম ৯৭৫০০ টাকা