Elephant Death : ক্ষুব্ধ বন দপ্তর! জনশতাব্দীর ধাক্কায় ঝাড়গ্রামে ৩ হাতির মৃত্যু!

12

ডিজিটাল ডেস্ক, ১৮ জুলাই : ঝাড়গ্রাম রেঞ্জে আবারও ট্রেনের ধাক্কায় হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant Death)। ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারাল তিনটি হাতি। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে বনদপ্তর। একই সঙ্গে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষও।

জানা গেছে, বাঁশতলার যে অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে, সেই এলাকা ঘিরে রয়েছে তিন দিক থেকে ঘন জঙ্গল। বৃহস্পতিবার গভীর রাতে একটি হাতির দল রেললাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে এসে পড়ে জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় লাইনেই লুটিয়ে পড়ে তিনটি হাতি—সেই মুহূর্তেই তাদের মৃত্যু হয়। নিহত হাতিগুলির মধ্যে একটি ছিল পূর্ণবয়স্ক, বাকি দু’টি হস্তিশাবক।

হাতির মৃত্যুর পর ঘটনাস্থলেই থেমে যায় জনশতাব্দী এক্সপ্রেস। খবর দেওয়া হয় বনদপ্তর ও রেল কর্তৃপক্ষকে। পরে ক্রেনের সাহায্যে মৃত হাতিগুলির দেহ সরানো হয় রেললাইন থেকে। এতে দীর্ঘক্ষণ ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে এক সময় আপ ও ডাউন—দু’দিকের ট্রেনই চালাতে হয় একটি মাত্র লাইনে। অবশেষে সকাল ৬টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। রেল ও বনদপ্তর—দুই পক্ষকেই সমানভাবে দায়ী করছেন তাঁরা।

তবে বনদপ্তরের স্পষ্ট অভিযোগ, এই দুর্ঘটনার জন্য পুরোপুরি দায়ী রেলের গাফিলতি। বনদপ্তরের দাবি, আগে থেকেই রেলকে জানানো হয়েছিল যে বাঁশতলা এলাকায় হাতির দল চলাচল করতে পারে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদও রেলকে সতর্ক করা হয়, হাতির দল রেললাইন পার হতে পারে। তবুও সতর্কতা না নিয়ে স্বাভাবিক গতিতেই চলতে থাকে জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনের গতি কমানো হয়নি। বনদপ্তরের আরও অভিযোগ, এটাই প্রথম নয়—প্রতিবার রিভিউ মিটিংয়ে রেলকে সতর্ক করা হলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেয়নি তারা। ফলে বনদপ্তর এবার রেলের এই ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা করছে বলে সূত্রের খবর। এদিকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রেলও। খড়গপুর ডিভিশনের ডিআরএম কে আর চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রেনটির কোনও ক্ষতি হয়নি। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।