Today Horoscope:শ্রাবণ কৃষ্ণা নবমীতে দারুণ উন্নতিতে যোগ! কাদের বিপদে ঘেরা ?

11

ডিজিটাল ডেস্ক ১৯শে জুলাইঃ আজ শনিবার ১৯ জুলাই ২০২৫,বাংলায় ১৪৩২ । চাঁদ আজ সারাদিন মেষ রাশিতে গোচর করবে। সূর্য এখন কর্কট রাশিতে গোচর করছে । পঞ্জিকা অনুসারে আজ দুপুর ২টো ৪১ মিনিট পর্যন্ত কৃষ্ণা নবমী তিথি থাকবে। তারপর শুরু হবে কৃষ্ণা দশমী তিথি। আজ সারাদিন শূল যোগ ও গণ্ড যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ রাত ১২টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্র। তারপর শুরু হবে কৃত্তিকা নক্ষত্র। আজ সকাল ৫টা ৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৩ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হল কর্মফলের দেবতা শনির দিন। আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে। আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক(Today Horoscope)।

মেষ: নামী প্রতিষ্ঠানে কর্মলাভের যোগ। ব্যবসায় বিশেষ কোনও পরিবর্তন নেই। শত্রুভাবাপণ্যদের এড়িয়ে চলুন।

বৃষ: পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ। শারীরিক ক্লান্তি বৃদ্ধি পাবে। কর্মে উন্নতি।

মিথুন: কারণে-অকারণে মানসিক চাঞ্চল্য। বিজ্ঞান গবেষণায় অগ্রগতি। ব্যবসায় উন্নতি।

কর্কট: বিদ্যায় দুপুর থেকে শুভ। কাজকর্মে উন্নতি ও সুনাম। আয় অনুসারে ব্যয় করুন।

সিংহ: জটিল কর্ম সমাধানে বিভাগীয় সুনাম প্রাপ্তি। উচ্চশিক্ষায় বাধা থাকবে। মানসিক অস্থিরতা ও উত্তেজনা বৃদ্ধি।

কন্যা: সৃজনশীল কর্মে সম্মান প্রাপ্তি। কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। শিক্ষায় মনোযোগ বৃদ্ধি।

তুলা: ব্যবসায় দিনটি অনুকূল। আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। বিদ্যা ও গবেষণায় সুনাম।

বৃশ্চিক: দীর্ঘমেয়াদি সঞ্চয় ও অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভ। ব্যবসায় উন্নতি। গুণীজনের পরামর্শে প্রতিকূলতার অবসান।

ধনু: পেশায় শুভ দিন। অর্থকড়ি উপার্জন বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতা থাকবে।

মকর: ব্যবসা ও পেশায় উন্নতি। নতুন যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। বিদ্যার্থীদের বিদ্যা চর্চায় অমনোযোগ।

কুম্ভ: বন্ধু সঙ্গে আনন্দ উপভোগ। কর্ম নিয়ে অশ্লীলতা বাড়বে। স্বাস্থ্যের খেয়াল রাখুন।

মীন: কর্মপ্রাপ্তি ও কর্মকেন্দ্রিক স্থানান্তর গমনের যোগ। আয় এবং ব্যয় সমতাহীন। স্বাস্থ্য মোটামুটি।