Cold Play Viral Concert:কোল্ড প্লে-র কনসার্টে পরকীয়ায় ধরা পড়লেন মার্কিন সংস্থার সিইও

12

ডিজিটাল ডেস্ক ১৯শে জুলাইঃ প্রেমিকের বাহুলগ্না হয়ে একমনে কনসার্ট শুনছেন প্রেমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনও সঙ্গীতানুষ্ঠানে এ ছবি অত্যন্ত পরিচিত। গত বুধবার বস্টনে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে’র অনুষ্ঠানে এমনই এক ঘনিষ্ঠ মুহূর্তে ক্যামেরায় ধরা পড়েন এক মার্কিন প্রযুক্তি সংস্থার সিইও অ্যান্ডি বাইরন। নিজেরই সংস্থার মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টেন ক্যাবটের কোমর জড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। প্রেমে মশগুল আর পাঁচটা যুগলের মতোই লাগছিল তাঁদের(Cold Play Viral Concert)। কিন্তু অডিটোরিয়ামের বড়পর্দায় সেই ছবি ফুটে উঠতেই দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান দু’জনে। নিজেদের আড়াল করার চেষ্টা করতে থাকেন তাঁরা। সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। আর তারপর থেকেই পরকীয়ার অভিযোগে নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বিবাহিত, দুই সন্তানের পিতা অ্যান্ডি।

এর মধ্যে অ্যান্ডির চাপ আরও বাড়িয়েছেন তাঁরই স্ত্রী মেগান কেরিগান। ইতিমধ্যে নিজের ফেসবুক পেজ থেকে স্বামীর পদবি সরিয়ে দিয়েছেন তিনি। যা দু’জনের বিচ্ছেদ জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অ্যান্ডির প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার-এর মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে ২০২৪ সালের নভেম্বরে যোগ দেন ক্রিস্টেন ক্যাবট। স্বামী কেনেথ থর্নবির সঙ্গে ২০২২ সালে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। এদিকে, কনসার্ট কাণ্ডে এখনও পর্যন্ত অ্যান্ডি বা ক্রিস্টেন কারও তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভাইরাল হওয়া সেই ছবি।