Joka Accused Bail : জোকা কাণ্ডে জামিন অভিযুক্তের

11

ডিজিটাল ডেস্ক, ২০ জুলাই : জোকা আইআইএম-এ ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া পড়ুয়াকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত। শনিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। তবে জামিনের শর্ত হিসেবে জানানো হয়েছে, অভিযুক্ত আপাতত রাজ্য ছাড়তে পারবেন না (Joka Accused Bail)।

শনিবার অভিযুক্তের জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবী সুব্রত সর্দার আদালতে বলেন, এখনও পর্যন্ত নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়নি। তিনি জানান, একবার নয়, তিনবার নির্যাতিতাকে গোপন জবানবন্দির জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। আইনজীবীর প্রশ্ন, “নির্যাতিতা কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? কেন তিনি আসছেন না? পুলিশের পক্ষ থেকে এর কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই।” তিনি আরও দাবি করেন, “নির্যাতিতার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হলেও এখনও মেডিক্যাল পরীক্ষাই হয়নি। কেন হয়নি, সে বিষয়েও কোনও ব্যাখ্যা মেলেনি।” এদিন পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে আবার হেফাজতে নেওয়ার আবেদন করা হয়নি। তবে সরকারি কৌঁসুলি অভিযুক্তের জেল হেফাজতের আবেদন জানান আদালতে।

বিচারক এদিন সরকারি কৌঁসুলির কাছে জানতে চান, কেন এখনও নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়নি। জবাবে সরকারি আইনজীবী জানান, “সম্ভবত নির্যাতিতা মানসিক ট্রমায় রয়েছেন, তাই তিনি বারবার না আসার সিদ্ধান্ত নিচ্ছেন। তবে তদন্তকারী আধিকারিকের কোনও গাফিলতি নেই।”

সরকারি কৌঁসুলি আরও জানান, নির্যাতিতার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও তাঁর বয়ান মিলিয়ে দেখা হয়েছে। যদিও এখনও তিনি গোপন জবানবন্দি দেননি, তাই অভিযুক্তকে জেল হেফাজতে রাখার আবেদন করা হচ্ছে। ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে পুলিশ হেফাজতের প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তবে বিচারক সরকারি কৌঁসুলির এই আর্জি খারিজ করে দেন।