21st July Traffic:ভিড় বাড়ছে ধর্মতলায়,রইল ট্রাফিকের হালহকিকত

12

ডিজিটাল ডেস্ক ২১শে জুলাইঃ আবেগের নাম একুশে জুলাই। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট, শহিদ স্মরণ। সকাল থেকেই সরগরম গোটা চত্বর। ‘দিদি’ তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে একটু একটু করে জমায়েত করতে শুরু করেছেন দলের কর্মী,সমর্থকরা(21st July Traffic)।

কলকাতা হাইকোর্টের নির্দেশ, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কোনওমতেই শহরে যাতে যান চলাচল বিঘ্নিত না হয়। তা সুনিশ্চিত করতে বলা হয়েছে কলকাতা পুলিশকে। এছাড়াও মধ্য কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় কোনও যানজট যাতে না-হয়, কলকাতার পুলিশ কমিশানরকে তা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেছে হাইকোর্ট। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মিছিলের রুটও। কিন্তু বাস্তব চিত্র কী বলছে? সেই আভাস মিলল ভোরের কলকাতাতেই।

যান নিয়ন্ত্রন চলছে যেসব রাস্তায়—
রেড রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে। এছাড়াও খিদিরপুর, হেস্টিংস, ডায়মন্ড হারবার রোড, তারাতলা ক্রসিং, বেহালা চৌরাস্তা, সখেরবাজার পুলিশ মোতায়েন রয়েছে। যান নিয়ন্ত্রণ করা হচ্ছে শ্যামবাজার, বাগবাজার, এপিসি রোড, কিংসওয়ে, মৌলালি, শিয়ালদা, আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সিআর অ্যাভিনিউ, এমজি রোড, জিসি অ্যাভিনিউতে। পুলিশ মোতায়েন রয়েছে পার্ক সার্কাস, মল্লিকাবাজারেও।

মিছিলের রুট —-
হাওড়া থেকে একটি মিছিল বেরিয়ে ব্রেবোর্ন রোড – ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস– পোদ্দার কোর্ট– সিআর অ্যাভিনিউ পর্যন্ত যাবে।
শিয়ালদা থেকে একটি মিছিল যাবে মৌলালি– এসএন ব্যানার্জি রোডে।

কলকাতা স্টেশন থেকে মিছিল যাবে রায়চরণ সাধুখাঁ রোড– আরজি কর – শ্যামবাজার– ভূপেন্দ্র বোস অ্যাভিনিউ – জেএম অ্যাভিনিউ – সেন্ট্রাল অ্যাভিনিউতে।

শ্যামবাজার ৫ মাথার মোড় থেকে মিছিল যাবে বিধান সরণি – কলেজ স্ট্রিট– নির্মলচন্দ্র স্ট্রিট– জিসি অ্যাভিনিউ – সিআর অ্যাভিনিউ পর্যন্ত।
পার্ক সার্কাস ৭ পয়েন্ট থেকে মিছিল বেরিয়ে যাবে মল্লিকবাজার– এজেসি বোস রোড – মৌলালি–এসএন ব্যানার্জি রোড পর্যন্ত।
হেদুয়া পার্ক থেকে মিছিল বিধান সরণি– কলেজ স্ট্রিট– এনসি স্ট্রিট– এসএন ব্যানার্জি রোড পর্যন্ত যাবে।

কলকাতা পুলিশ সকাল ৭টা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে। তৃণমূল কর্মী-সমর্থকদের বাসগুলি ইতিমধ্যেই শহিদ মঞ্চের উদ্দেশে রওনা দিয়েছে। সেগুলি কোন রুটে যাবে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকেই। এদিকে ভোর ৩টে থেকে শহরে পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যানজট সামাল দিতে শহরজুড়ে এদিন মোতায়েন থাকবে প্রায় ৫ হাজার পুলিশ কর্মী। প্রতিটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে একজন করে সাব ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আমজনতার ভিড়ও কম নয়। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে আগ্রহী সকলে।