Mamata 21st July Compensation : মমতার হাত ধরে একুশের সভায় বিতানের মা-বাবা, মঞ্চে শহিদ ঝন্টুর পরিবারও, লক্ষ টাকার সাহায্য তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো

9

ডিজিটাল ডেস্ক, ২১ জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একুশে জুলাই শহিদ সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে নিহত বিতানের মা-বাবা এবং তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের সদস্যরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দুই শহিদ পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী জানান, এই সহায়তা এসেছে তৃণমূলের প্রতিটি কর্মীর কাছ থেকে—সবাই ১ টাকা করে অনুদান দিয়েছেন এই উদ্যোগে (Mamata 21st July Compensation)।

প্রসঙ্গত গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলায় নিহত হন একাধিক নিরীহ পর্যটক। তাঁদের মধ্যে ছিলেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারীও। ঘটনার পর থেকেই রাজ্য সরকার তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে। ২৬ এপ্রিল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বিতানের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।

শুধু আর্থিক অনুদানেই থেমে থাকেনি সরকার। পরিবারের আর্থিক সঙ্কটের কথা মাথায় রেখে বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার মাধ্যমে প্রতি মাসে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। এই সমস্ত সরকারি সাহায্য ইতিমধ্যেই বিতানের পরিবারের হাতে পৌঁছে গেছে।

এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও শহিদ পরিবারের পাশে দাঁড়ানো হয়—একুশে জুলাই শহিদ সমাবেশের মঞ্চ থেকে তাঁদের হাতে আরও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে।

এরই সাথে সাথে এদিকে, অপারেশন সিঁদুরে শহিদ হন বাংলার বীর জওয়ান ঝন্টু আলি শেখ। পহেলগাঁও জঙ্গি হামলার ঠিক মধ্যেই উধমপুরে সেনা ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই। সেই অভিযানে প্রাণ হারান তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু।

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানান এবং তৃণমূলের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।