ডিজিটাল ডেস্ক ২১শে জুলাইঃ পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। এবার ২১ জুলাই শহিদ মঞ্চে মমতার গলায় পহেলগাঁও জঙ্গি হামলা ও পরবর্তী অপারেশন সিঁদুর প্রসঙ্গ। কেন ভারত পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারল না? সেই প্রশ্ন তুলে মঞ্চ থেকে নাম না করে মোদি ও তাঁর মন্ত্রিসভাকে বিঁধে বললেন, “আপনারা তো ট্রাম্পের কথায় চলেন। আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট(Mamamta Banerjee)।”
এ দিন একুশে জুলাইয়ের মঞ্চে বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা নিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে যেভাবে আক্রমণ, হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য, তার তীব্র প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি বাংলা ভাষায় কথা বলি। অন্য ভাষাকে অসম্মান করি না। আমাদের রাজ্যে দেড় কোটি ভাই বোন রয়েছে, তাদের উপরে তো কোনও সন্ত্রাস হয় না। আপনারা কেন আমাদের রাজ্যের শ্রমিকদের উপরে সন্ত্রাস করছেন? দরকারে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আপনার, কত জেল আছে।”
নাম না করেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দুটো বাংলা কথা বলবেন? মনটা বড় করতে শিখুন। দেশের কী অবস্থা? আপনাদের কন্ট্রোল করছে আমেরিকা প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এত রক্তের বিনিময়েও? আপনারা না হিন্দু না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান। আমেরিকান প্রেসিডেন্ট যখন কোমরে দড়ি বেঁধে পাঠিয়ে দিলেন, তখন আপনারা প্রতিবাদ করেননি কেন? আগে নিজেদের আয়নায় দেখুন, তারপর বলুন।”
উল্লেখ্য, এদিনই একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাজির হয়েছিলেন পহেলগাঁওয়ে নিহত বিতানের মা-বাবা। ছিলেন তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের লোকজন। তৃণমূলের তরফে দুই স্বজনহারা পরিবারের হাতে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের বৈঠকেও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পহেলগাঁও জঙ্গি হামলা এবং তারপর ভারত-পাকিস্তান সংঘাতে মার্কিন প্রেসিডেন্টের নাম গলানোর প্রসঙ্গ তুলেছিলেন। দুই দেশের সংঘাতের আপডেট কেন আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে জানতে হবে, এই প্রশ্ন চলতি বাদল অধিবেশনে তোলার দাবি করেছেন অভিষেক। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও মার্কিন প্রেসিডেন্টের প্রসঙ্গ তুললেন।