ডিজিটাল ডেস্ক ২২শে জুলাইঃ সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। তাই কেনার ইচ্ছা থাক বা না থাক, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ২২ জুলাই,২০২৫ কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম ৯৪৫০ টাকা, যা গত দিনের থেকে ০.৩৭ শতাংশ পরিবর্তিত হয়েছে(Today Gold Price)।
কলকাতায় সোনার দাম
(মঙ্গলবার)
হলমার্ক সোনার গহনা(২২ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৪৫০ টাকা
১০ গ্রামের দাম ৯৪৫০০ টাকা
খুচরো পাকা সোনা(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৯৪৫ টাকা
১০ গ্রামের দাম ৯৯৪৫০ টাকা
পাকা সোনার বাট(২৪ ক্যারেট ১০ গ্রাম)
১ গ্রামের দাম ৯৮৯৫ টাকা
১০ গ্রামের দাম ৯৮৯৫০ টাকা