ডিজিটাল ডেস্ক ২৬শে জুলাইঃ ফের বাতিল লোকাল ট্রেন। সপ্তাহান্তেই ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। তালিকায় যেমন ডানকুনি লোকাল থাকছে। তেমনই দত্তপুকুর, বনগাঁ, বারসতও রয়েছে। তবে উইকেন্ডে অফিস যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় দুর্ভোগ কিছুটা কম হতে পারে। এদিকে বিগত কয়েক মাসে দফায় দফায় লোকাল ট্রেন বাতিল থেকেছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। সব যে সপ্তাহান্তে এমনটা নয়। চরমে উঠেছে দুর্ভোগ। ক্ষোভও বেড়েছে যাত্রীদের মধ্যে। যদিও রেল বলছে আজকের অসুবিধা আসলেই আগামীর সুবিধার জন্যই। তবে শুধু লোকাল ট্রেন নয়, বেশ কিছু দূরপাল্লার ট্রেনকেও এই সময়কালে অর্থাৎ শনি ও রবিবার ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকায় উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দার্জিলিং মেল। পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচিতেও কিছু বদল আসছে(Train Cancelled In Sealdah)।
শনি ও রবিবার মিলিয়ে মোট ৭ ঘণ্টা প্রভাবিত হতে পারে ট্রেন চলাচল।
কোন কোন লোকাল ট্রেন বাতিল?
শনিবার বাতিল শিয়ালদা-ডানকুনি (আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২)
রবিবার বাতিল শিয়ালদা-হাবরা (আপ ৩৩৬৫৩ ও ডাউন ৩৩৬৫৪), শিয়ালদা-দত্তপুকুর (ডাউন ৩৩৬১২), শিয়ালদা-বনগাঁ (আপ ৩৩৮১৭ ও ডাউন ৩৩৮২৪), শিয়ালদা-বারাসত (আপ ৩৩৪৩১ ও ডাউন ৩৩৪৩২), শিয়ালদা-ডানকুনি (আপ ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯ ও ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০)।
যে সকল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত (রবিবার)
৩৩৮১২ ডাউন বনগাঁ -শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট-এ যাবে।
৩৩৮১৪ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
৩৩৮১৫ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল শিয়ালদা-এর পরিবর্তে বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
এছাড়াও,২২২০২ ডাউন পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস শনিবার পুরী থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের বদলে রাত ১১টা ১৫ মিনিটে ছাড়বে।
১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে এবং বেলঘরিয়াতে থামবে।
১২৩৪৪ ডাউন হলদিবাড়ি- শিয়ালদা দার্জিলিং মেল এবং ১২৩৭৮ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ডানকুনি-দমদম জংশন হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে পরিবর্তিত পথে চলবে।