Maheshtala Son Killed Mother : মহেশতলায় চাঞ্চল্য! ছেলের বিরুদ্ধে মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ!
ডিজিটাল ডেস্ক, ২৬ জুলাই : ৮০ বছর বয়সি এক বৃদ্ধা মহিলা—বিজলি ঘোষকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁরই ছেলে, ৫০ বছর বয়সি সঞ্জয় ঘোষের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মানসিকভাবে অসুস্থ সঞ্জয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই একা থাকতেন বিজলি দেবী। বহু বছর আগে তাঁর স্বামী মৃত্যুঞ্জয় ঘোষের মৃত্যু হয়। সঞ্জয়ের বিরুদ্ধে আগেও মারধরের একাধিক অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে মাকে মারতে গিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল বলে জানা গিয়েছে। সে সময় পুলিশে অভিযোগ দায়ের হলেও, স্থানীয়দের অভিযোগ, তেমন কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি (Maheshtala Son Killed Mother)।
নৃশংস এক ঘটনার সাক্ষী রইল মহেশতলা। ৮০ বছর বয়সি এক বৃদ্ধা মহিলা—বিজলি ঘোষকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তাঁরই ছেলে, ৫০ বছর বয়সি সঞ্জয় ঘোষের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, মানসিকভাবে অসুস্থ সঞ্জয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই একা থাকতেন বিজলি দেবী। বহু বছর আগে তাঁর স্বামী মৃত্যুঞ্জয় ঘোষের মৃত্যু হয়। সঞ্জয়ের বিরুদ্ধে আগেও মারধরের একাধিক অভিযোগ উঠেছে। কয়েক মাস আগে মাকে মারতে গিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল বলে জানা গিয়েছে। সে সময় পুলিশে অভিযোগ দায়ের হলেও, স্থানীয়দের অভিযোগ, তেমন কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। অভিযুক্ত সঞ্জয় ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মাকে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে খুন করেছে ছেলে। তবে আত্মহত্যার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী কর্মকর্তারা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। এলাকার এক বাসিন্দা জানান, “ঘরের দরজা সব সময় বন্ধ থাকত। বাইরের কারও যাতায়াত ছিল না। ছেলে মানসিকভাবে ভারসাম্যহীন, আগেও নানা রকম অশান্তি করেছে। এবার শেষ পর্যন্ত নিজের মাকেই এমন নৃশংসভাবে মারল।”