Exam On TMCP Foundation Day : TMCP-র প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সূচিতে ক্ষুব্ধ তৃণমূল!

76

ডিজিটাল ডেস্ক, ২৬ জুলাই : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই পড়েছে পরীক্ষা, আর তা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ আগস্ট নেওয়া হবে বিকম সেমেস্টার ফোর এবং বিএ এলএলবি সেমেস্টার ফোরের পরীক্ষা (Exam On TMCP Foundation Day)। সময় নির্ধারিত হয়েছে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর দাবি, প্রতিষ্ঠা দিবসের দিনেই পরীক্ষা রেখে ইচ্ছাকৃতভাবে ছাত্র সংগঠনের কার্যকলাপে বাধা দেওয়ার চেষ্টা চলছে। এমন সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই ২৮ আগস্ট পরীক্ষা নেওয়া হবে। কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য লেখেন, “গণতান্ত্রিক পরিকাঠামোয় প্রত্যেক নাগরিকের অধিকার আছে নিজের মতাদর্শ বেছে নেওয়ার— এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সেই অনুসারে, আজকের ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখে, তাঁদের কার্যকলাপে বাধা দেওয়ার উদ্দেশ্যে একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছে।” তৃণাঙ্কুর আরও দাবি করেন, “এই সিদ্ধান্ত শুধু তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ছাত্রছাত্রীদেরই নয়, বরং সমস্ত সাধারণ পরীক্ষার্থীদের অসুবিধার মধ্যে ফেলছে। রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়ে এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যের আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী এবং নিন্দনীয়।”

তবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তাঁর বক্তব্য, “বিশ্ববিদ্যালয় কেবলমাত্র সরকারি ছুটির দিনগুলোতেই পরীক্ষা নেয় না। দেশের প্রতিটি রাজনৈতিক দলের অনুষ্ঠান বা কর্মসূচির তারিখ মাথায় রেখে পরীক্ষার সূচি তৈরি করা সম্ভব নয়। তাই এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন এবং দাবি অগণতান্ত্রিক।”