Bumrah Test Retirement: বুমরার টেস্ট অবসর ঘিরে জল্পনা !

78

ডিজিটাল ডেস্ক ২৬শে জুলাইঃ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে আরও একবার চাপে পড়ল টিম ইন্ডিয়া। ব্যাটে রানের পাহাড় গড়ে তুলেছে ইংল্যান্ড। আর বল হাতে কার্যত মুখ থুবড়ে পড়েছে ভারতের বোলিং বিভাগ। বিশেষ করে জসপ্রীত বুমরাহের পারফরম্যান্স ঘিরে তৈরি হয়েছে তীব্র হতাশা। তাঁর গতি, ধার, আগুন—সব যেন কোথাও হারিয়ে গিয়েছে(Bumrah Test Retirement)।

তৃতীয় দিনের খেলার শেষে একটা প্রশ্ন জোরালো হয়ে উঠছে—এই কি তবে বুমরাহর শেষ টেস্ট সিরিজ? এই প্রশ্ন আরও জোরালো করেছে প্রাক্তন অলরাউন্ডার মহম্মদ কাইফের একটি ভিডিও।

ইনস্টাগ্রামে একটি ভিডিওয় কাইফ বলছেন, “আমার মনে হচ্ছে, হয়তো খুব শীঘ্রই আমরা আর বুমরাহকে টেস্টে দেখতে পাব না। ওর শরীর ওকে সঙ্গ দিচ্ছে না। হয়তো ও নিজেই সরে দাঁড়াবে। নিজেকে ও খুব ভাল চেনে। যদি মনে করে ১০০ শতাংশ দিতে পারছে না, তাহলে হয়তো নিজেই অবসর নেবে।”

কাইফ আরও যোগ করেন, “এই ম্যাচে ওর বোলিং স্পিড ছিল ঘণ্টায় ১২৫–১৩০ কিমি, যা বুমরাহর জন্য একেবারেই অস্বাভাবিক। যেটা ওর উইকেট বল ছিল, সেটাতেও কিপারকে সামনে ডাইভ দিয়ে ক্যাচ নিতে হয়। ফিট বুমরাহ হলে এমন বল আরও জোরে আসত।”

এই ম্যাচে এখনও পর্যন্ত বুমরাহ পেয়েছেন মাত্র ১টি উইকেট। ভারতের প্রধান পেস অস্ত্র হয়ে তিনি যখন এতটা নিষ্প্রভ, তখন দলের বাকিরা আরও অনুজ্জ্বল। আগেই সিরাজ, আকাশ দীপ, নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপরা তেমন কিছু করে উঠতে পারেননি। এই অবস্থায় বুমরাহও ছন্দে না ফিরলে সিরিজ জেতা কার্যত অসম্ভব।

ইংল্যান্ডের ব্যাটাররা যেখানে একের পর এক রেকর্ড গড়ে তুলছে, সেখানে ভারতের বোলাররা যেন খুঁজেই পাচ্ছেন না ছন্দের রাস্তাটা। আর সেই ব্যর্থতার মুখ হয়ে উঠছেন জসপ্রীত বুমরাহ। কাইফের মন্তব্য হয়তো এখনও কেবল জল্পনা, কিন্তু বুমরাহর এই পারফরম্যান্স নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় শিবিরে।