Dilip Ghosh Viral Video Cyber Crime : ভাইরাল ভিডিও কাণ্ডে লালবাজারের সাইবার ক্রাইমে দিলীপের অভিযোগ
ডিজিটাল ডেস্ক, ২৬ জুলাই : একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে, আর সেই ভিডিওতে নাম জড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের। বিষয়টি নিয়ে এবার সরব হলেন তিনি নিজেই। ভিডিওটিকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, “আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই পরিকল্পিত চক্রান্ত। সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে আমার রাজনৈতিক কেরিয়ারকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।” এই প্রেক্ষিতে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম)-কে চিঠি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি (Dilip Ghosh Viral Video Cyber Crime)।
লালবাজারের সাইবার ক্রাইমে পাঠানো চিঠিতে দিলীপ লিখেছেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমার রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করতে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ এই ঘটনার তদন্ত শুরু করতে বলে তিনি লিখেছেন, ‘দ্রুত তদন্ত করে, এর পিছনে থাকা ব্যক্তি অথবা সোর্সকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক।’ আইনানুযায়ী তাঁদের শাস্তির দাবি জানিয়েছেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে দাবি করা হচ্ছে—সেগুলি নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য। (তবে NKTV Bangla ভিডিওর সত্যতা যাচাই করেনি)। তবে দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহলের দাবি, এই ছবিগুলি সম্পূর্ণ ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, যাকে ছবিতে দেখা যাচ্ছে, তিনি কোনওভাবেই দিলীপ ঘোষ নন।