Mamata On Bengali Oppression : ফের উস্কে দিলেন বাঙালী অস্মিতা? আন্তর্জাতিক রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্ক, ২৬ জুলাই : বাংলাভাষী ভারতীয়দের হয়রানি এবং বেআইনি নির্বাসনের অভিযোগে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Bengali Oppression)। শুক্রবার এক্স-এ একটি পোস্টে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর সাম্প্রতিক রিপোর্ট উদ্ধৃত করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে—বিশেষ করে আসাম, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা ও দিল্লিতে—একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে বাংলাভাষী ভারতীয় নাগরিকদের হেনস্থা, নিপীড়ন এবং জোর করে দেশছাড়া করার ঘটনা ঘটছে। এক্স-এ পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “বাংলাভাষীদের নিশানা করে বিজেপি সরকার যে সংগঠিত নিপীড়ন চালাচ্ছে, তা এখন আন্তর্জাতিক মহলের নজরেও এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ-এর রিপোর্ট আমাদের আশঙ্কাকেই প্রমাণ করছে।”
টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন, হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া ডিরেক্টর ইলেইন পিয়ারসন স্পষ্টভাবে বলেছেন, “বিজেপি সরকার নির্বিচারে বাংলাভাষী মানুষদের দেশছাড়া করছে এবং বৈষম্যের বাতাবরণ তৈরি করছে, যাঁদের মধ্যে অনেকেই আসলে ভারতীয় নাগরিক।” সংস্থার মতে, সরকারের ‘অনিয়মিত অভিবাসন’ মোকাবিলার যুক্তি বিশ্বাসযোগ্য নয়। এই মন্তব্য উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী কার্যত কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর কটাক্ষ, “এটি সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে সরাসরি আঘাত। বাংলাভাষীদের প্রতি এই ধরনের বৈষম্যমূলক আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না।”