UPI Payment New Rules : ইউপিআই পেমেন্টের নিয়মে আসছে বড় বদল! জানুন কী?

330

ডিজিটাল ডেস্ক, ২৬ জুলাই : ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (UPI)-এর নিয়মে আসছে বড় পরিবর্তন। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইউপিআই-এর নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (NPCI)। নতুন নিয়ম কার্যকর হলে লেনদেনের সময় যে বিভ্রাট বা সমস্যার মুখে পড়তে হয়, তা অনেকটাই কমবে বলে আশ্বাস দিয়েছে এনপিসিআই। এই নতুন নিয়ম ২০২৫ সালের ১ অগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে (UPI Payment New Rules)।

এনপিসিআই-এর জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী মাস থেকে ইউপিআই ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ ৫০ বার পর্যন্ত অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। একইসঙ্গে, ব্যবহারকারীর মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে দিনে সর্বাধিক ২৫ বার নজরদারি বা অ্যাকসেস করা যাবে।

এই নতুন সীমাবদ্ধতা চালুর উদ্দেশ্য, সিস্টেমে অপ্রয়োজনীয় ট্র্যাফিক কমানো। এনপিসিআই-এর ব্যাখ্যা, অতিরিক্ত ব্যবহার বা অনবরত ব্যালেন্স চেকের কারণে অনেক সময় সার্ভার ধীরগতিতে কাজ করে, যার ফলে লেনদেনে সমস্যা তৈরি হয়। সেই বিভ্রাট রোধ করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

দ্বিতীয়ত, ইউপিআই অটো-পেমেন্ট লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম হিসেবে নির্দিষ্ট ‘টাইম স্লট’ চালু করতে চলেছে এনপিসিআই। এর অর্থ, ১ অগস্ট থেকে ব্যবহারকারীরা আর দিনের যে কোনও সময়ে অটো-পেমেন্ট, সাবস্ক্রিপশন ফি, ইউটিলিটি বিল বা ইএমআই-এর টাকা জমা দিতে পারবেন না। এখন থেকে এই ধরনের লেনদেন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এনপিসিআই জানিয়েছে, এই সময়সীমা চালুর লক্ষ্য হল সিস্টেমে অতিরিক্ত চাপ কমানো এবং পরিষেবা আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখা। ব্যবহারকারীদের নির্ধারিত টাইম স্লট অনুসরণ করেই নির্দিষ্ট অর্থ পাঠাতে হবে।

ইউপিআইয়ের এই নতুন নিয়ম সমস্ত প্ল্যাটফর্ম ও ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য হবে। তবে যাঁরা দিনে বারবার ব্যালেন্স চেক করেন না বা অটো-পেমেন্ট সুবিধা ব্যবহার করেন না, তাঁদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব বিশেষভাবে অনুভূত হবে না। এনপিসিআই স্পষ্ট করেছে, লেনদেনের আর্থিক ঊর্ধ্বসীমার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি। আগের নিয়ম অনুযায়ী, ইউপিআইয়ের মাধ্যমে দিনে সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত খাতে এই সীমা এখনো ৫ লক্ষ টাকা পর্যন্তই রয়েছে, এবং সেই নিয়ম অপরিবর্তিত থাকবে।