Landslide On Parkstreet:পার্কস্ট্রিটের রাস্তায় ধ্বস! বড়সড় দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন

128

ডিজিটাল ডেস্ক ২৭শে জুলাইঃ কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা পার্কস্ট্রীটে একেবারে মোড়ের মাথায় হঠাৎ ধ্সে পড়ল রাস্তার একাংশ। শনিবার রাত ৯টা নাগাদ অ্যালেন পার্কের সিগন্যালের কাছে আচমকাই বড়সড় একটি গর্ত তৈরি হয় রাস্তার মাঝে। এমন একটি জায়গায় যেখানে প্রতিনিয়ত অসংখ্য গাড়ি চলাচল করে, সেখানে হঠাৎ ধস নামায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনা রুখতে সতর্ক পুলিশ শনিবার রাতে অ্যালেন পার্ক এলাকায় রাস্তা গার্ড রেল দিয়ে ঘিরে রেখেছে(Landslide On Parkstreet)।

জানা গিয়েছে, ধসের সময় রাস্তার ভিড় কম ছিল। গাড়ি চলাচল তেমন ছিল না, দূর থেকে আসা গাড়ির চালকরাও আগেই সতর্ক হয়ে গেছিলেন বলেই বড় কোনও দুর্ঘটনা ঘটেনি । অনেকে বলছেন,গতকাল হওয়ায় এবং রাতের সময় ওই রাস্তা ফাঁকা থাকায় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

খবর পেয়ে কলকাতা পুরসভার দুই আধিকারিক দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা এলাকা ঘুরে ধসের পরিমাণ ও বিপদ কতটা, তা খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও ওই একই জায়গায় ছোটখাটো গর্ত দেখা গিয়েছিল। তখন সাময়িকভাবে রাস্তা মেরামতি করা হলেও, এবার ফের ধসে পড়েছে সেই জায়গা। স্থানীয় সূত্রে খবর, রাস্তার যে অংশে ধস নেমেছে সেই খানে আগেও গর্ত হয়েছিল। তবে তা তুলনামূলক ভাবে ছোট ছিল। তখন মেরামত করাও হয়েছিল। পুর কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে মনে করছেন, লাগাতার বৃষ্টির জেরেই ধসের ঘটনা ঘটেছে।

কলকাতার নানা রাস্তায় বর্ষার সময় এমন ধবস নতুন নয়। বেহালা, বাইপাস, কাশীপুর, গড়িয়া– শহরের অনেক অংশেই দেখা যায় রাস্তার পিচ উঠে যাওয়া বা গর্ত তৈরি হওয়ার ছবি। এবার সেই তালিকায় যোগ হল পার্কস্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ এলাকাও।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিছুদিন আগেই বলেছিলেন, ‘এই শহরের অনেক রাস্তার নীচে গঙ্গার নরম মাটি রয়েছে। তাই বৃষ্টি হলে সেগুলো ধবসে পড়ে। আবার টানা বৃষ্টি হলে রাস্তার কাজও করা যায় না।’তিনি আরও জানিয়েছিলেন, ‘টানা পাঁচদিন রোদ পেলে শহরের সব রাস্তাই মেরামত করা হবে।’