USA Shopping Mall Attack : আমেরিকাতে ফের হামলা! ভরা শপিং মলে উন্মত্ত যুবকের ছুরি হামলা!

67

ডিজিটাল ডেস্ক, ২৭ জুলাই : মিশিগানের একটি ভিড়ভাট্টা শপিং মলে ধারাল ছুরি নিয়ে হামলা চালায় এক যুবক। এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ (USA Shopping Mall Attack)।

জানা গেছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ আমেরিকার ট্র্যাভার্স শহরের একটি শপিং মলে প্রবেশ করেন এক যুবক। কিছুক্ষণ পরই তিনি আচমকা ধারাল ছুরি বের করে আশপাশের লোকজনের উপর এলোপাথাড়ি হামলা চালান। তাঁর কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অন্তত ১১ জন। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নামে পুলিশ। শপিং মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও ব্যাপক তল্লাশি চালিয়ে শেষপর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।

পুলিশের এক আধিকারিক জানান, “আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ছ’জনের অবস্থা গুরুতর। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।”