Mamata On Violence Against Bengali Migrants : ভাষা সন্ত্রাস নিয়ে ফের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি! ‘কোথায় নিয়ে যাচ্ছে দেশকে?’ প্রশ্ন তুললেন মমতা

62

ডিজিটাল ডেস্ক, ২৭ জুলাই : নয়াদিল্লির জয়হিন্দ কলোনির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল গীতা কলোনির মর্মান্তিক চিত্র। এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও তাঁর ছোট্ট সন্তানকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও X হ্যান্ডেলে শেয়ার করে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata On Violence Against Bengali Migrants)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক তাঁর ছোট ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে বলছেন, “দেখো, আমার ছেলেকে পেটাতে পেটাতে কপাল ফাটিয়ে দিয়েছে পুলিশ।” ভিডিওতে আরও অভিযোগ করতে শোনা যাচ্ছে, তাঁদের প্রয়োজনীয় সব জিনিসপত্র ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। ভিডিওতে ওই যুবকের স্ত্রীকেও দেখা যাচ্ছে। তাঁকে দেখিয়ে ওই ব্যক্তি বলেন, “একেও খুব মারধর করেছে।”

তবে ভিডিওটি শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, “সাংঘাতিক সন্ত্রাস। দেখুন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কী নিষ্ঠুরভাবে মারধর করেছে!” তিনি আরও যোগ করেন, “দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুও রেহাই পাচ্ছে না!” শেষে মুখ্যমন্ত্রীর তীব্র প্রশ্ন, “দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?”

ভিন্‌রাজ্যে কাজ করতে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু প্রতিবাদেই থেমে থাকেননি, তিনি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

অভিযোগ উঠছে, ওড়িশা, হরিয়ানা ও উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে কাজের জন্য যাওয়া বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে। এমনকি আধার বা ভোটার কার্ড দেখালেও অনেক ক্ষেত্রে তাঁদের ছাড়া হচ্ছে না। এই পরিস্থিতিতে ছাড়া পাওয়ার একমাত্র উপায় হিসেবে দাবি করা হচ্ছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (PCC)। যারা তা দেখাতে পারছেন না, তাঁদের আটক করা হচ্ছে বলে অভিযোগ।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। কখনও তাঁদের মারধর করা হচ্ছে, কখনও লুটপাট বা উপার্জনের টাকা কেড়ে নেওয়ার ঘটনা ঘটছে। এমনকি পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও সামনে এসেছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানেই শুরু হয়েছে রাজ্যজুড়ে ‘ভাষা আন্দোলন’।

সোমবার বোলপুরে এই আন্দোলনের অংশ হিসেবে মমতা নিজেও একটি পদযাত্রায় অংশ নেবেন। তবে অন্যদিকে, অনুপ্রবেশ ইস্যুতে রীতিমতো কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের সভামঞ্চ থেকে তিনি বলেন, যাঁরা বেআইনিভাবে দেশে প্রবেশ করছেন, তাঁদের বিরুদ্ধে সংবিধান মেনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।