ডিজিটাল ডেস্ক ২৮শে জুলাইঃ হরিদ্বারের পর এবার উত্তরপ্রদেশ। মন্দিরের ভিতর হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হলই দুই পুণ্যার্থীর । শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গভীর রাত থেকেই ভিড় জলে বরাবাঁকি জেলার ঔশানেশ্বর মহাদেব মন্দিরে । আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে কয়েকজন পুণ্যার্থীর গায়ে। চিৎকার করে ছুটতে থাকেন সকলে। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হন অনেকেই। এখনও পর্যন্ত মৃত্যু ২ জনের। আহত অন্তত ৪০(Uttar Pradesh News)।
প্রত্যক্ষদর্শীদের মতে, এ দিন ভোর ৩টে নাগাদ মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। সে সময়ে পুরোনো একটি বিদ্যুতের তার ছিঁড়ে টিনের ছাউনির উপরে পড়ে। এর ফলে পুণ্যার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই এদিক ওদিক ছুটতে শুরু করেন। সেই সময়ে ১৯ জন পুণ্যার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ছাড়াও পদপিষ্টের মতো ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা গিয়েছে, বিদ্যুতের একটি ছেঁড়া তার এসে পড়ে মন্দির চত্বরে। সে সময়ে সেখানে ছিল পুণ্যার্থীদের থিকথিকে ভিড়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে। তখনই ঘটে বিপত্তি। পদপিষ্ট হয়ে যান বহু মানুষ।
শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে মন্দিরে ভোর থেকেই জড়ো হয়েছিলেন বহু সংখ্যক দর্শনার্থী। মৃত একজনের পরিচয় মিলেছে। ২২ বছরের প্রশান্ত লোনিকাতরা থানা এলাকার মুবারকপুরা গ্রামের বাসিন্দা ছিলেন। দ্বিতীয়জনের পরিচয় মেলেনি। পদপিষ্ট হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ত্রিবেদীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।
জেলাশাসক শশাঙ্ক ত্রিপাঠী এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘রাতের দিকে পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিচ্ছিলেন। তখনই একটি বাঁদর বিদ্যুতের খোলা তারের উপর ঝাঁপ দেয়। তার জেরে তারটি ছিঁড়ে মন্দিরের টিনের চালের উপর পড়ে। সেই ধাতব ছাউনি দিয়েই ছড়িয়ে পড়ে বিদ্যুৎ। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যায় পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।
এখনও পর্যন্ত মৃতদের নাম প্রকাশ্যে আনা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারে মনসা মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়াতেই আতঙ্ক ছড়ায়, তার জেরেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে গতকাল সকালবেলায় ঘটে যায় এই বিপর্যয় ।
হরিদ্বার জেলার পুলিশ সুপার পরমেন্দ্র সিং ডোবাল জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, মন্দির চত্বরে বিদ্যুৎপৃষ্ট হওয়ার গুজব রটেছিল। এরপরই আতঙ্কে মানুষজন ছুটোছুটি শুরু করে। সেই ধাক্কাধাক্কির মধ্যেই অনেকে পড়ে যান ও পদপিষ্ট হন।’