ডিজিটাল ডেস্ক, ২৯ জুলাই : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে কোনও আলাদা নির্দেশ না থাকলেও, যদি এই প্রক্রিয়ার নামে গণহারে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পিছপা হবে না—এমনই সাফ হুঁশিয়ারি দিলেন বিচারপতিরা (Supreme Court On SIR)।
মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালতে নির্বাচন কমিশনের উদ্দেশে কড়া বার্তা দেন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আগেই তাঁদের পর্যবেক্ষণ ছিল, ভোটার তালিকা সংশোধনের মূল উদ্দেশ্য হওয়া উচিত যোগ্য ভোটারদের নাম তালিকাভুক্ত করা, নাম বাদ দেওয়া নয়। এবার আদালত আরও একধাপ এগিয়ে জানাল, যদি গণহারে নাম বাদ পড়ার ঘটনা সামনে আসে, তাহলে সুপ্রিম কোর্ট সরাসরি হস্তক্ষেপ করবে।
উল্লেখযোগ্যভাবে, ভোটার তালিকা সংশোধনে দুর্নীতি ও এসআইআর সংক্রান্ত অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র প্রথমে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এখন রাজ্য সরকারও সেই মামলায় নিজেকে পক্ষ হিসেবে যুক্ত করতে চায় বলে জানিয়েছে আদালতে।
বিহারে এসআইআর (SIR) সংক্রান্ত একাধিক মামলা একত্রিত করে সোমবার থেকে শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। এই মামলায় গত সোমবার শীর্ষ আদালতে একটি হলফনামা দাখিল করে সংশ্লিষ্ট পক্ষ দাবি করে, কোনও ভাবেই আইনবিরুদ্ধ প্রক্রিয়া চালানো হচ্ছে না কিংবা ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না।
হলফনামায় আরও জানানো হয়েছে, আধার কার্ড কেবলমাত্র একটি পরিচয়পত্র, এটি ভোটার হিসেবে যোগ্যতা প্রমাণের একমাত্র ভিত্তি হতে পারে না, কারণ নির্বাচনী আইন অনুযায়ী (ধারা ৩২৬) তাতে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়, ভোটার তালিকার ভিত্তিতে ইপিক (EPIC) নম্বর তৈরি হয়, তাই যদি পুরনো তালিকাই ভিত্তি না থাকে, তবে সংশোধনের মূল ভিত্তিও হারিয়ে যায়।
এছাড়াও হলফনামায় রেশন কার্ড প্রসঙ্গে বলা হয়েছে, বর্তমানে দেশজুড়ে ভুয়ো রেশন কার্ডের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। ফলে ভোটার যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে রেশন কার্ডকে বিশ্বাসযোগ্য দলিল হিসেবে ধরা যাবে না।
তবে নির্বাচন কমিশনের হলফনামা সত্ত্বেও সুপ্রিম কোর্ট সোমবার পরামর্শ দেয়, আধার কার্ড ও ভোটার কার্ড—উভয়কেই বৈধ নথি হিসেবে মেনে নেওয়া উচিত। কিন্তু কমিশনের পক্ষ থেকে সেই প্রস্তাবে অনীহা দেখা যাওয়ায়, মঙ্গলবারের শুনানিতে দুই বিচারপতি—সূর্য কান্ত ও জয়মাল্য বাগচী—সাফ জানিয়ে দেন, যদি এসআইআরের (SIR) নামে গণহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে থাকে, তাহলে শীর্ষ আদালত চুপচাপ বসে থাকবে না। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট অবশ্যই হস্তক্ষেপ করবে।