Narendra Modi On Trump : ট্রাম্পের দাবি ওড়ালেন মোদি!

76

ডিজিটাল ডেস্ক, ২৯ ডেস্ক : আমেরিকার কথায় কোনও যুদ্ধবিরতি হয়নি—এই মর্মে সংসদে ট্রাম্পের দাবিকে সরাসরি খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi On Trump)। তিনি বলেন, “৯ মে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স আমাকে তিন-চারবার ফোন করেছিলেন। তখন আমি সেনার সঙ্গে ছিলাম, তাই ফোন ধরতে পারিনি। পরে আমি নিজেই তাঁকে ফোন করি।”

মোদী জানান, “ভান্স আমাকে বলেন, পাকিস্তান বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। আমি তখন স্পষ্ট জবাব দিই—পাকিস্তান যদি সত্যিই এমন কিছু করে, তবে সেটা ওদের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবে। যদি ওরা হামলা করে, আমরা পাল্টা জবাব দেব—ইটের বদলে পাটকেল।” যুদ্ধবিরতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে স্পষ্ট জানান, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধ থামাতে সম্মত হয়েছিল ভারত—কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। মোদীর কথায়, “পাকিস্তান প্রবলভাবে মার খেয়ে নিজে থেকেই যুদ্ধ থামানোর আবেদন জানায়। ইসলামাবাদ থেকে বারবার ফোন করে অনুরোধ করা হয়। তাই স্পষ্ট করে দিচ্ছি—এখানে কোনও তৃতীয় পক্ষ, কোনও মধ্যস্থতাকারীর ভূমিকাই ছিল না।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে বিরোধীদের জবাব দেন, অন্যদিকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিকবার যুদ্ধ থামানোর দাবি সরাসরি নস্যাৎ করে দেন। অপারেশন সিঁদুর প্রসঙ্গে মোদী বলেন, “আমি সংসদে ভারতের পক্ষে কথা বলতে উঠেছি। যারা ভারতের পক্ষ নিতে চায় না, তাদের সামনে আয়না ধরতে চাই। পহেলগাঁও হামলায় জঙ্গিরা ধর্ম দেখে মানুষ হত্যা করেছিল। দেশের ভিতর দাঙ্গা লাগানোর চক্রান্ত ছিল। কিন্তু ঐক্যবদ্ধ ভারত সেই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে।”

নিজের বক্তব্যে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “নিরীহ মানুষের রক্ত নিয়েও রাজনীতি করেছে বিরোধীরা। সেনার দেওয়া তথ্য নয়, বরং পাকিস্তানের প্রচারক হয়ে উঠেছে ওরা। ভারতের শক্তি ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। আজ গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে, আর বিপক্ষে আছে কেবল কংগ্রেস।”

অপারেশন সিঁদুরের সাফল্যের প্রসঙ্গে মোদী দাবি করেন, “আমি সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম প্রতিশোধ নিতে। আমাদের জওয়ানরা জঙ্গিদের মাটিতে মিশিয়ে দিয়েছে। জঙ্গিরা কল্পনাতীত শাস্তি পেয়েছে। দেশ আজ আমাকে আশীর্বাদ জানাচ্ছে। ৬ ও ৭ জুন ভারত জবাব দিয়েছে, কিন্তু পাকিস্তান পাল্টা কিছুই করতে পারেনি।”

তিনি আরও বলেন, “সেনা পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তানের পরমাণু হুমকি আজ প্রমাণ করে দিয়েছে—ভারত ভয় পায় না। এই অভিযানে আত্মনির্ভর ভারতের জয় হয়েছে। ‘মেড ইন ইন্ডিয়া’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানের পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। পাক বায়ুসেনার ঘাঁটি কার্যত আইসিইউতে চলে গিয়েছে। ওরা জানত, ভারত আসবে এবং মেরে ফিরে যাবে। আমরা ‘সিঁদুর’ থেকে ‘সিন্ধু’ পর্যন্ত জবাব দিয়েছি।”

২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৫ জন ভারতীয় পর্যটক এবং এক স্থানীয় বাসিন্দা। সেই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও, হামলায় জড়িত জঙ্গিদের খোঁজ মিলছিল না। এই প্রেক্ষিতে কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন তোলেন হামলার বাস্তবতা ও পাকিস্তানের ভূমিকা নিয়ে।