TMC FIR Against Delhi Police : জয় শ্রীরাম না বলায় জুটল মার! বাঙালি পরিবারকে হেনস্থার অভিযোগে দিল্লি পুলিশের বিরুদ্ধে তৃণমূলের এফআইআর!
ডিজিটাল ডেস্ক, ৩০ জুলাই : দিল্লিতে বাঙালি শ্রমিকের মা ও শিশুসন্তানকে মারধরের অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে দিল্লি পুলিশ সেই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। এই বিতর্কের মাঝেই বুধবার সকালে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিযোগকারী নারীও। সেখানেই দিল্লিতে তাঁর উপর ঘটে যাওয়া নির্যাতনের হৃদয়বিদারক বিবরণ দেন তিনি।
সাজনু পারভিন নামে এক মহিলা, যিনি মালদহের গাজোলের বাসিন্দা ও দিল্লিতে স্বামী মোক্তার খানের সঙ্গে থাকতেন, বুধবার সাংবাদিক বৈঠকে দিল্লিতে তাঁর উপর হওয়া নির্যাতনের বিবরণ দেন। তাঁর দাবি, একদিন চারজন ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আধার কার্ড দেখতে চান এবং স্বামী মোক্তারের খোঁজ নেন। আধার দেখানো সত্ত্বেও তাঁকে বাংলাদেশি বলে অপমান করা হয় এবং এলাকা না ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
পরদিন আরও চারজন আসে, তাঁদের সঙ্গে দুই মহিলাও ছিলেন। সাজনুর অভিযোগ, তাঁকে ও তাঁর সন্তানকে একটি জায়গায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। তিনি জানান, “আমাকে বারবার বাংলাদেশি বলা হয়, যদিও আমি মালদহের বাসিন্দা বলেও জানাই। এরপর ওরা আমার স্বামীকে ডেকে আনে এবং দু’জনকেই বেধড়ক মারধর শুরু করে।”
সাজনু পারভিনের অভিযোগ, তাঁকে প্রথমে বলা হয় যদি ‘জয় শ্রীরাম’ বলেন, তবে তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় শুরু হয় চড়-থাপ্পড়, পেটে লাথি মারা হয় এবং তাঁর শিশুপুত্রকে কেড়ে নিয়ে মারধর করা হয়। তাঁর কথায়, মার খেয়ে শিশুটির কান থেকে রক্ত বেরতে শুরু করে। এর পরে ২৫ হাজার টাকা দাবি করা হয়। কোনওরকমে স্বামীকে খবর দিলে তাঁর শাশুড়ি টাকা নিয়ে পৌঁছন, তবু রেহাই মেলেনি।
সাজনুর অভিযোগ, পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়, সেখানেও চলে নিগ্রহ। দিল্লি পুলিশের একজন বলেন, “পশ্চিমবঙ্গের বাসিন্দা মানেই বাংলাদেশি।” তাঁদের ফোন কেড়ে নেওয়া হয় এবং একাধিক নথিতে সই করিয়ে নেওয়া হয় বলেও দাবি সাজনুর। ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের সহায়তায় পশ্চিমবঙ্গে ফিরে আসেন সাজনু ও তাঁর পরিবার। কলকাতায় সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, এই ঘটনায় কলকাতায় এফআইআর দায়ের করা হবে (TMC FIR Against Delhi Police)।