Kolkata Metro Rail News: অনির্দিষ্ট কালের জন্য মেট্রো ভোগান্তি অব্যাহত !,স্টেশনে ফাটল

99

ডিজিটাল ডেস্ক ৩০শে জুলাইঃ সোমবার দুপুর থেকেই চলছিল গোলোযোগ। যার কারণে সাময়িক বন্ধ ছিল মেট্রো চলাচল। তবে সিদ্ধান্ত নেওয়া হল সন্ধে গড়াতেই। অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রোরেল। বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনে একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। যে কারণে কবি সুভাষ থেকে আপাতত মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। নিরাপত্তাগত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্রে খবর। অফিস যাত্রীদের যাতায়াতের জন্য মেট্রো হল অন্যতম বিকল্প। কম খরচে অতি দ্রুত একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করা যায়। কিন্তু সেই মেট্রোতেই বিপত্তি(Kolkata Metro Rail News)।

মেট্রোর তরফে জানানো হয়েছে, কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মের কিছু পিলারে ফাটল দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে লাগাতার যে বৃষ্টি হয়েছে সেই কারণে এই ফাটল হয়ে থাকতে পারে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ স্টেশনে (ব্লু লাইনে) মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের কথায়, ‘‘ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে গিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন। যে পিলারগুলিতে ফাটল দেখা গিয়েছে, সেগুলির সঙ্গে ছাদ যুক্ত রয়েছে। ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
সোমবার দুপুরের পর থেকে ব্লু লাইনে কোনও মেট্রোই কবি সুভাষ স্টেশন পর্যন্ত যায়নি। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলে। আবার সেখান থেকেই রেক ঘুরিয়ে ফেরানো হয় দক্ষিণেশ্বরে। মেট্রো সূত্রে প্রাথমিক ভাবে জানানো হয়, সোমবার সকাল থেকে কোনও সমস্যা ছিল না ব্লু লাইনে। তবে দুপুরের পর থেকে সমস্যা দেখা দেয়। স্টেশনে স্টেশনে ঘোষণা করা শুরু হয়, কোনও ট্রেন যাবে না কবি সুভাষ পর্যন্ত। সেই কারণে ওই সময়ে দু’-একটি মেট্রো বাতিল করার সিদ্ধান্তও নেন কর্তৃপক্ষ। পরে ব্লু লাইনে মেট্রোর যাত্রাপথ সংক্ষিপ্ত করেন তাঁরা। ব্লু লাইনে সমস্যা হলেও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবায় কোনও সমস্যা নেই। অর্থাৎ, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি এলাকা) থেকে কবি সুভাষ পর্যন্ত সময়সূচি মেনেই মেট্রো চলছে।