Kolkata Bypass Fire : বাইপাসের ধারে প্লাস্টিক গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল, ভস্মীভূত একাধিক ঝুপড়ি

79

ডিজিটাল ডেস্ক, ৩০ জুলাই : কলকাতা শহরে ফের আগুনের তাণ্ডব। বাইপাসের ধারে একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল। দাউদাউ করে জ্বলে উঠেছে গোডাউনটি, চারদিক ঢেকে গেছে ঘন কালো ধোঁয়ায়। আগুনের জেরে পুড়ে ছাই হয়ে গেছে আশেপাশের একাধিক ঝুপড়ি। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে এলাকা ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা (Kolkata Bypass Fire)।

আগুন লাগার ২০-২৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। দ্রুতগতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে তারা।প্রাথমিকভাবে স্থানীয়দের একাংশ দাবি করেছেন, আগুনের সূচনা হয় একটি মিটার ঘর থেকে। ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। প্লাস্টিকের গুদামে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে মুহূর্তে ছড়ায় আতঙ্ক। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।

দমকল সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। বেলা ৩টার কিছু পরে সেখানে পৌঁছোয় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

প্রথমে আগুন নজরে আসতেই স্থানীয় বাসিন্দারাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পাশের একটি পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িগুলিতে। স্থানীয়দের দাবি, আগুনে একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ঠিক কীভাবে ওই অফিসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত আগুন নিয়ন্ত্রণই প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্থিতিশীল হলে, আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হবে।

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়েই চারটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। দুপুর ৩টার কিছু পর সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় দমকল বাহিনী। প্রাথমিকভাবে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই জল এনে নেভানোর চেষ্টা করেন। পাশের একটি পুকুর থেকে জল তোলা হয়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িগুলিতে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার ই এম বাইপাস লাগোয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত ২৬ এপ্রিল ধাপার কাছে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১৫টি ইঞ্জিন প্রায় দুই ঘণ্টা ধরে লড়াই চালিয়েছিল।

এর আগেও, ১৫ ফেব্রুয়ারি ই এম বাইপাসের ধারে আরুপোতা এলাকায় একটি গ্যারাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। গ্যারাজে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা হঠাৎই গ্যারাজ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, একাধিক গাড়িতে আগুন ধরে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে।