America-India News: ট্রাম্পের নট নড়নচড়ন, ২৫% শুল্ক ? ভারত-মার্কিন বানিজ্য উত্তর অধরা

94

ডিজিটাল ডেস্ক ৩০শে জুলাইঃ ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। এই আবহেই ফের ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ অগাস্টের নির্ধারিত সময়সীমার ঠিক আগেই ট্রাম্প বলেন, “ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে”। এই মন্তব্যের পর থেকেই ভারতের বাণিজ্য মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে দুই দেশের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়েছে এবং আগস্টে ষষ্ঠ দফা বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বরের আগে কোনও অন্তর্বর্তী বা চূড়ান্ত চুক্তি সম্ভব নয়, এবং অক্টোবরের মধ্যেই হয়তো আলোচনার চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে(America-India News)।

“ভারত বন্ধু, কিন্তু শুল্ক বাড়ানো ছাড়া উপায় নেই”: ট্রাম্প
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ভারত আমার বন্ধু, কিন্তু তারা আমাদের উপর অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি শুল্ক চাপাচ্ছে।” তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক চাপানো হতে পারে, যদি ১ অগাস্টের মধ্যে কোনও চুক্তি না হয়।

হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র ভারতীয় বাজারে মার্কিন পণ্যের জিরো ডিউটি অ্যাক্সেস চায়। অন্যদিকে, ভারত চায় আমদানি শুল্কে ছাড়। তবে এখনো পর্যন্ত দুই দেশ কোনও যৌথ রূপরেখায় পৌঁছতে পারেনি।ভারত চাইছে ব্রিটেনের মতো একটি বাণিজ্য চুক্তি। যাতে অন্যান্য দেশের তুলনায় প্রতিযোগিতামূলক অবস্থানে নিজেদের আধিপত্য বজায় রাখা সম্ভব হয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন ২৬ শতাংশ শুল্ক চাপিয়েছিল ভারতের পণ্যের উপর, পরে তা স্থগিত করা হয়।

গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছে, বাণিজ্যচুক্তি হবে ভারত-আমেরিকার। সম্প্রতি ওয়াশিংটন সফরেও গিয়েছিলেন দিল্লির দূতেরা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, “ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।” কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ফলে সংশয় বাড়ছে, শেষ পর্যন্ত একমত হয়ে দুপক্ষ চুক্তি করতে পারবে তো? শোনা গিয়েছে চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি রয়েছে এবং তারা নিজেদের অবস্থান থেকে সরতে অনড়। যদিও আলোচনার মাধ্যমে সেগুলি দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে দুই দেশই। ভারতের এক বরিষ্ঠ আধিকারিক জানান, “দুই তরফে আলোচনা চলছে। এখনও দুইদিন বাকি। আমরা আশা করি আমেরিকা সময় দেবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ওখানকার সরকারকে নিতে হবে।”

ইতিমধ্যেই ২২টি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তবে শুল্কছাড়ের মেয়াদ ফুরনোর বিষয়টিকে খুব বেশি জটিল করে দেখতে চাইছে না ভারত। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, “ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি, কোনও ডেডলাইন নয়। একেবারে উইন-উইন চুক্তি হতে হবে। এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত।” তাই তাড়াহুড়ো করে কোনও চুক্তির পথে হাঁটতে চায় না নয়াদিল্লি।