ডিজিটাল ডেস্ক, ২ অগাস্ট : ‘অপারেশন মহাদেব’-এর পর এবার শুরু হয়েছে ‘অপারেশন অখল’। জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে আরও সক্রিয় হয়েছে ভারতীয় সেনা। শনিবার সকালে কুলগাম জেলায় একটি অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। তবে তল্লাশি এবং জঙ্গি নিকেশ অভিযান এখনও চলছে, এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে সেনার তৎপরতা বজায় রয়েছে (Operation Akhal Terrorist Killed)।
সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। মঙ্গলবার লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি, উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে, সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সফল অপারেশনের মাত্র ৫ দিন পরেই ফের জঙ্গি দমনে সক্রিয় হল ভারতীয় সেনা। তাদের তরফে জানানো হয়, গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গলে ঘেরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা দিতে বাধ্য হয় সেনাও। তার জেরেই মৃত্যু হয় এক জঙ্গির। তবে এখনও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা, কারণ বেশ কয়েকজন জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই খবর।
প্রসঙ্গত, সোমবার ‘অপারেশন মহাদেব’ চলাকালীন সুলেমান, আফগান এবং জিবরান নামে তিন জঙ্গিকে নিকেশ করা হয়। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় এই তিনজনই যুক্ত ছিল। পহেলগাঁও হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই ডিভাইসের মাধ্যমে জঙ্গিদের লোকেশন জেনে নিয়েই অপারেশন চালায় সেনা।