Weather Update : দুর্যোগ চলবে আর কত দিন? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, উত্তরেও ভারী থেকে অতি ভারী বর্ষণ

71

ডিজিটাল ডেস্ক, ৫ অগাস্ট : বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার উপকূলবর্তী দুই জেলা সহ মোট পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গোটা সপ্তাহজুড়ে কোথাও ভারী, কোথাও আবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে (Weather Update)।

সারা সপ্তাহ জুড়েই রাজ্যের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায়।

কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার শহরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে ভারী বৃষ্টির সময় নিচু এলাকায় জল জমে যেতে পারে, যার প্রভাবে শহরের বিভিন্ন অংশে যান চলাচলেও সমস্যা দেখা দিতে পারে।

বর্তমানে কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে ভারী বৃষ্টি হলে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে, যা শহরের বিভিন্ন অংশে যান চলাচলে প্রভাব ফেলতে পারে।