CRPF Vehicle falls Into Gorge: কাশ্মীরে খাদে পড়ল সিআরপিএফের গাড়ি, মৃত ৩,আহত ১৬

72

ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ কাশ্মীর উপত্যকায় ফের বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড়ের কাছে কাঁদওয়া এলাকায় সিআরপিএফ-এর একটি গাড়ি খাদে পড়ে যায়(CRPF Vehicle falls Into Gorge) । মৃত্যু হয় তিন জওয়ানের। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জম্মু ও কাশ্মীর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ ভাট জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ ১৮৭ ব্যাটেলিয়নের একটি বাঙ্কার গাড়ি উল্টে যায় কাঁদওয়ার দুর্গম এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ওই গাড়িটিতে মোট ২৩ জন সিআরপিএফ জওয়ান ছিলেন। তাঁরা বসন্তগড় এলাকায় একটি অভিযান শেষে ফিরছিলেন। পথের দুর্গমতা ও বৃষ্টিজনিত পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। দু’জন জওয়ান ঘটনাস্থলেই মারা যান। আর একজন হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান।

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী তথা উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেন। এক্স-এ লেখেন, ‘জেলা শাসক সলোনি রাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয়রাও উদ্ধারকাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। সমস্ত ধরনের সহায়তা নিশ্চিত করা হচ্ছে।’

কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স-এ শোকপ্রকাশ করে লেখেন, ‘উধমপুরে দুর্ঘটনায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশসেবার জন্য তাঁরা যেভাবে নিরসল পরিশ্রম করেছেন, তা আমরা কোনও দিন ভুলব না। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ তিনি জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।