Today Horoscope: গজকেশরী যোগে ৪ -১০ অগাস্টের মধ্যে আমুল পরিবর্তন একাধিক রাশির ভাগ্যে

81

ডিজিটাল ডেস্ক ৮ই অগাস্টঃ আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। অগস্ট মাসের প্রথম সপ্তাহে একাধিক গ্রহ-নক্ষত্রের উল্লেখযোগ্য প্রভাব থাকবে। ফলে ৪ অগস্ট থেকে ১০ অগস্টের মধ্যে এই সপ্তাহে কোন রাশির ভাগ্য চমকাবে আর কাদের থাকতে হবে অতি সতর্ক। এই সপ্তাহে ধনু রাশিতে চন্দ্র ও বৃহস্পতির পাশাপাশি অবস্থানের ফলে গঠিত হবে গজকেশরী যোগ। এই শুভ যোগের প্রভাব নতুন সপ্তাহে বিভিন্ন রাশির জাতকদের উপর লক্ষ্য করা যাবে। জ্যোতিষ গণনা বলছে, এই সপ্তাহে কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে বড় সাফল্য পাবেন তুলা, বৃশ্চিক ও মকর রাশির জাতকরা। এই সময় আর্থিক উন্নতির পথ খুলে যাবে এবং কেরিয়ারেও বড় সাফল্য অর্জন করতে পারবেন(Today Horoscope)।

মেষ: চাকরি পাওয়ার সুখবর মানসিক আনন্দ দেবে। ব্যবসায় লাভ ও সম্পত্তি কেনার সম্ভাবনা। বিশেষ কারোর সাহায্যে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে মেষ জাতকদের। সংসারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। শুভ রঙ: নীল, শুভ সংখ্যা: ১০

বৃষ: কাজ ও কর্মস্থলে উন্নতি, স্থানান্তরের যোগ। একাধিক উৎস থেকে অর্থ আসবে। নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিন, আখেরে আপনার লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং অংশীদারের সঙ্গে ব্যবসায় সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ইগোর লড়াই এড়িয়ে চলুন। শুভ রঙ: কালো,শুভ সংখ্যা: ১৪

মিথুন: উচ্চশিক্ষা ও পেশাগত বিষয়ে দিনটি শুভ। ব্যবসায় লাভ বাড়বে, তবে চিকিৎসা খরচও বেড়ে যাবে। এই সপ্তাহে কিছু ওঠা-পড়ার মধ্যে দিয়ে যেতে হবে। কোনও মহিলার সহায়তায় আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। কোনও সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারেন। ভবিষ্যতের কথা ভেবে আর্থিক সিদ্ধান্ত নিন। শুভ রঙ:সাদা, শুভ সংখ্যা: ৯।

কর্কট: কর্মসংক্রান্ত জট কাটবে, আয় বাড়বে। স্বাস্থ্য সচেতন থাকতে হবে। এই সপ্তাহটি আপনার জন্য লাভজনক। পরিবারের সঙ্গে আনন্দ করে সপ্তাহটা কাটাতে পারবেন। সুখ এই সময় আপনার জীবনের দরজায় কড়া নাড়বে। শুভ রঙ: কমলা ,শুভ সংখ্যা: ৫।

সিংহ: প্রশাসনিক কাজে চাপ বাড়বে, বিরোধীদের জন্য বিরক্তি। ব্যবসায় ও আয় বাড়বে। ধীরে ধীরে অশান্তির বাতাবরণ কেটে গিয়ে বাড়িতে শান্তি ফিরবে। মাতৃস্থানীয়া কোনও মহিলার থেকে বিশেষ সাহায্য পেতে পারেন শুভ রঙ: মেরুন,শুভ সংখ্যা:৩ ।

কন্যা: কাজে ধীরে ধীরে উন্নতি হবে,পড়াশোনায় বাধা কমবে। গজকেশরী যোগের প্রভাবে চলতি সপ্তাহে প্রচুর অর্থলাভ হতে পারে কন্যা রাশির জাতকদের। এই সময় নিজের কাজে নতুন আইডিয়া কার্যকর করুন। আপনার স্বাস্থ্য আগের চেয়ে ভালো হবে এবং নিজেকে অনেক বেশি তরতাজা বোধ করেন। সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। শুভ রঙ: লাল, শুভ সংখ্যা: ১৩

তুলা: কর্মজীবনের সমস্যার অবসান। আর্থিক ভাবে উন্নতি করার একাধিক সুযোগ পাবেন আপনি। সংসারে সুখের পরিবেশ থাকবে। এই সপ্তাহে কোনও ব্যবসায়িক সফর করলে তা আপনার জন্য লাভজনক হবে। সপ্তাহের শেষ কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন। শুভ রঙ:হলুদ, শুভ সংখ্যা: ৮

বৃশ্চিক: ব্যবসায় লাভজনক দিন,পছন্দের বরাত মিলতে পারে। চিকিৎসায় উন্নতি ও মানসিক শক্তি বৃদ্ধি। এই সপ্তাহে নতুন কিছু শিখে তা নিজের কাজে লাগাতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। এই সপ্তাহে আপনার আয় বাড়লেও ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে এবং সপ্তাহের শেষে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। শুভ রঙ:সবুজ, শুভ সংখ্যা: ৪

ধনু: কাজের অগ্রগতি, মাতৃকুল থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা। শরীর ঠিকঠাক থাকবে। পার্টনারশিপে করা প্রজেক্ট আপনার জন্য সাফল্যের দরজা খুলে দেবে। কঠিন পরিশ্রম করলে তার সুফল আপনি পাবেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। শুভ রঙ: হালকা নীল,শুভ সংখ্যা: ১২

মকর: চাকরি ও পেশাগত ক্ষেত্রে সাফল্য। ছাত্রছাত্রীদের জন্য শুভ দিন। এই সময় নিজের জীবন নতুন করে শুরু করতে পারেন আপনি। কেরিয়ারে সাফল্য পাবেন, তবে যতটা আশা করেছিলেন, ততটা সাফল্য পাবেন না। শুভ রঙ: গোলাপি, শুভ সংখ্যা: ৭

কুম্ভ: কর্ম ও ব্যবসায় শুভ সময়। উপার্জন ও পড়াশোনায় অনুকূল পরিস্থিতি। অফিসে উন্নতির একাধিক সুযোগ পাবেন। আর্থিক ভাবে এই সপ্তাহটি লাভজনক হবে কুম্ভ রাশির জাতকদের জন্য। কোনও দরকারি সিদ্ধান্ত আপনার জন্য লাভজনক হবে। শুভ রঙ: আকাশি নীল,শুভ সংখ্যা: ১১

মীন: ব্যবসার অগ্রগতি ও আর্থিক উন্নতি হবে, তবে মন কিছুটা অস্থির থাকবে। পরিবারের সঙ্গে রিল্যাক্স করে সময় কাটাতে পারবেন। এই সপ্তাহে আপনি আগের চেয়ে বেশি ফিট থাকবেন। তবে আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। শুভ রঙ: গাঢ় সবুজ,শুভ সংখ্যা: ৬