ED Chargesheet Against Chandranath Sinha : নিয়োগ দুর্নীতি মামলা! ফের রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে ইডির চার্জশিট

66

ডিজিটাল ডেস্ক, ৮ অগাস্ট : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মন্ত্রীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা পাওয়া গেছে, যার কোনও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি (ED Chargesheet Against Chandranath Sinha)।

তদন্তে উঠে এসেছে, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরেই বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। ইডি এর আগে দুবার তাঁকে তলব করলেও তিনি হাজিরা দেননি। অবশেষে বৃহস্পতিবার তিনি ইডির দফতরে হাজির হন, কিন্তু তার আগেই তাঁর বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা পড়ে।

এই নিয়োগ কেলেঙ্কারিতে দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন চন্দ্রনাথ সিনহা। এর আগে তাঁর বাড়িতে একাধিকবার তল্লাশি চালায় ইডি, যেখানে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ওই টাকার উৎস সম্পর্কেও কোনও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি মন্ত্রী। ইডি সূত্রে জানা গেছে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তাঁর অ্যাকাউন্টে এই বিপুল অঙ্কের টাকা জমা পড়ে। সবদিক খতিয়ে দেখে এবার তাঁর বিরুদ্ধেই আনুষ্ঠানিক চার্জশিট পেশ করল ইডি।

ইডি চার্জশিট দাখিল করার পর এবার রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাজ্যপাল। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হল চন্দ্রনাথ সিনহার নাম।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী জানান, চার্জশিটের বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। জানার পর তিনি বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেবেন।