Kolkata Metro News: প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই যাত্রী ভোগান্তি,সপ্তাহ শুরুর দিনেই ফের মেট্রো বিভ্রাট

57

ডিজিটাল ডেস্ক ১১ই অগাস্টঃ প্রচণ্ড বস্ততার মধ্যেই দিনের শুরুই হল দেরি দিয়ে। দক্ষিণেশ্বর ও দমদম মেট্রো পরিষেবা বন্ধ ছিল প্রায় ৫৪ মিনিট। দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম পরিষেবা চালু হওয়ার কথা সকাল ৭টায়। তার বদলে সকাল ৭.৫৪ নাগাদ প্রথম মেট্রোটি রওনা হয়েছে। যার জেরে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে সাধারণ মানুষ। দক্ষিণেশ্বর ও দমদম থেকে দিনের প্রথম মেট্রোই চালু হল প্রায় একঘণ্টা পর। কলকাতা মেট্রো সূত্রে জানা যাচ্ছে, নোয়াপাড়া কারশেডে থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না হওয়ায় এই সমস্যা দেখা দেয়। ঘণ্টাখানেক পর তা স্বাভাবিক হলে মেট্রো চলাচল শুরু হয়। দমদম থেকেও দিনের প্রথম মেট্রো চালু হয়েছে অনেক পরে। যদিও আপ লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে(Kolkata Metro News) ।

তবে সাত সকালে ব্যস্ত সময়ে এই ধরনের বিপর্যয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা। অনেকের অভিযোগ, প্রযুক্তিগত সমস্যার খবর আগাম না জানিয়ে কর্তৃপক্ষ যাত্রীদের অসুবিধা আরও বাড়িয়েছে বলে সাধারনের দাবি। মেট্রো চালুর পরও ভিড়ের চাপে সমস্যা হয় যাত্রীদের।এই অনিয়মের ফলে একের পর এক প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। হঠাৎ মেট্রো বন্ধ হওয়ায় বহু যাত্রীকে বিকল্প পরিবহনের খোঁজে দৌড়াদৌড়ি করতে হয়। ফলে ট্র্যাফিকেও হালকা চাপ দেখা দেয়।

কলকাতা মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে নোয়াপাড়া কারশেডের থার্ড লাইনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ গন্ডগোল হচ্ছিল। সেই কারণে সেখান থেকে দিনের প্রথম মেট্রো সময়মতো ছাড়া যায়নি। পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে মেট্রো আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেন। এরপর সকাল ৭.৫৪ নাগাদ দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোটি চলে। যা সকাল ৭টায় চালু হওয়ার কথা। মেট্রো চালুর পরও অবশ্য পরিষেবা খুব একটা মসৃণ ছিল না। বিভিন্ন স্টেশনে অতিরিক্ত সময় মেট্রো দাঁড়িয়েছিল। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, সকাল ৮টা থেকে পরিষেবা একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে।কিন্তু যাত্রীদের অভিজ্ঞতা তা বলছে না।

বেশ কয়েকদিন আগেই মেট্রোর তরফে জানানো হয়েছিল , কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মের কিছু পিলারে ফাটল দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে লাগাতার যে বৃষ্টি হয়েছে সেই কারণে এই ফাটল হয়ে থাকতে পারে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কবি সুভাষ স্টেশনে (ব্লু লাইনে) মেট্রো পরিষেবা স্থগিত করা হয়েছিল। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে।