2nd Hooghly Bridge Closed : ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানুন সময়সূচি, বিকল্পের কথা জানাল কলকাতা পুলিশ
ডিজিটাল ডেস্ক, ১২ অগাস্ট : মেরামতি কাজ এবং কোনা এক্সপ্রেসওয়ের ‘এলিভেটেড করিডর’ নির্মাণের জন্য আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই সময়সীমায় সেতু দিয়ে কোনও ভারী যানবাহন চলাচল করতে পারবে না। এই বিষয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে তথ্য জানিয়েছে কলকাতা পুলিশ (2nd Hooghly Bridge Closed)।
কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে কোনও পণ্যবাহী ভারী গাড়ি চলাচল করতে পারবে না। লালবাজার সূত্রে খবর, এই সময়কালে সেতু বন্ধ থাকার ফলে ছোট গাড়িগুলিকে হাওড়া ব্রিজের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হবে। আর পণ্যবাহী ভারী গাড়িগুলিকে বিকল্প হিসেবে নিবেদিতা সেতু এবং বিটি রোড ব্যবহার করে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সাঁতরাগাছি বাস টার্মিনাসে নির্মাণকাজের জন্য স্টিলের সরঞ্জাম নিয়ে যাওয়া হবে, পাশাপাশি বিদ্যাসাগর সেতুর কেবল ও বিয়ারিংয়ের মেরামতি ও পর্যবেক্ষণের কাজও চলবে। এই কারণে, জনসুরক্ষা এবং যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি হিসেবে কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার জন্য বিশেষ ট্রাফিক পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই সময়সীমায় ভারী পণ্যবাহী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল এবং জিটি রোড দিয়ে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে যে সব গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। এছাড়া, হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও যান চলাচলের অনুমতি থাকবে।
জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে যেসব গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড হয়ে সেগুলি স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। একইভাবে, খিদিরপুর থেকে সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারাও সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।
এছাড়া, কেপি রোড দিয়ে সেতুর দিকে আসা সমস্ত গাড়িকে ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফারলং গেটের দিকে পাঠানো হবে। সেখান থেকে তারা রেড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছতে পারবে।
গত জুন মাসেও পরপর তিন দিন নির্দিষ্ট সময় ধরে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেই সময় সেতুর আশপাশের রাস্তাগুলিও যানবাহনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ তখন বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিল, কোন সময় কোন রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।
তখন জানানো হয়েছিল, জনসুরক্ষার কথা মাথায় রেখে বিদ্যাসাগর সেতুর কিছু জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে। এবার ফের সেই রক্ষণাবেক্ষণ কাজ শুরু হতে চলেছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর তত্ত্বাবধানে আগামী শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য সেতুতে আবার সংস্কারের কাজ চলবে।