Kolkata Police On Abhaya’s Mother’s Injury : ‘নবান্ন অভিযানে অভয়ার মাকে মারধরের প্রমাণ নেই’ স্পষ্ট বার্তা কলকাতা পুলিশের

76

ডিজিটাল ডেস্ক, ১২ অগাস্ট : নবান্ন অভিযানের পর রাজনৈতিক চাপানউতোরের মধ্যে সাংবাদিক সম্মেলনে বড়সড় বিবৃতি দিল কলকাতা পুলিশ। সোমবার লালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এবং ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার স্পষ্ট জানান, “এখন পর্যন্ত পাওয়া ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এমন কোনও প্রমাণ মেলেনি, যেখানে দেখা যাচ্ছে পুলিশ অভয়া দেবীর মাকে ফেলে মারধর করছে (Kolkata Police On Abhaya’s Mother’s Injury)।”

নবান্ন অভিযান ঘিরে রাজনৈতিক উত্তেজনার মাঝে ফের মুখ খুলল কলকাতা পুলিশ। মঙ্গলবার লালবাজারে সাংবাদিক বৈঠকে গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রূপেশ কুমার বলেন, “অভয়ার মা আহত হয়েছেন, বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক। তবে যত ভিডিও ফুটেজ এখন পর্যন্ত আমরা পর্যালোচনা করেছি, তাতে এমন কোনও মুহূর্ত ধরা পড়েনি, যেখানে দেখা যাচ্ছে পুলিশ তাঁকে আক্রমণ করছে।”

পাশাপাশি তিনি সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ করেন, “যদি কারও কাছে এমন কোনও ভিডিও থাকে, যেখানে পরিষ্কারভাবে পুলিশের হামলার প্রমাণ মেলে, তাহলে তারা যেন তা সরাসরি পুলিশের হাতে তুলে দেন। আমরা বিষয়টি সবদিক থেকে খতিয়ে দেখতে প্রস্তুত।”

জানা গেছে, অভয়ার মা আহত হওয়ার অভিযোগ ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় দায়ের হয়েছে। কীভাবে তিনি আহত হলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

সাংবাদিক বৈঠকে পুলিশের পক্ষ থেকে কিছু ভিডিও ফুটেজও প্রদর্শন করা হয়। তাতে দেখা যায়, মিছিল আরআর অ্যাভিনিউয়ের বদলে পার্ক স্ট্রিটের দিকে এগোতে চাইলে পুলিশ কিড স্ট্রিট ও পার্ক স্ট্রিট মোড়ে আটকে দেয়। পুলিশের দাবি, সেই সময়ের ধস্তাধস্তিতে পাঁচজন পুলিশকর্মী আহত হন। গুরুতর জখম হন ডিসি এসএসডি-র নিরাপত্তারক্ষী।

যুগ্ম কমিশনার মিরাজ খালিদ জানান, নবান্ন অভিযানের দিন পুলিশের উপর হামলার অভিযোগে মোট ছ’টি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই ছয়জনকে নোটিস পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শুধু মিছিল নিয়ন্ত্রণই নয়, যারা আইন ভেঙে পুলিশের উপর হামলা চালাচ্ছেন, তাঁদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

রাজনৈতিক মহলের মতে, এই পুলিশি বিবৃতি নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢালতে পারে। কারণ, নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে।