ডিজিটাল ডেস্ক ১৩ই অগাস্টঃ প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। পঞ্জিকা অনুসারে আজ সকাল ৬টা ৩৫ মিনিট পর্যন্ত শ্রাবণ কৃষ্ণা চতুর্থী তিথি থাকবে। তারপর শুরু হবে শ্রাবণ কৃষ্ণা পঞ্চমী তিথি। আজ ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে প্রথমে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং তারপর রেবতী নক্ষত্র। আজ সকাল ৫টা ১৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১০ মিনিটে সূর্যাস্ত হবে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আজকের রাশিফল(Today Horoscope)।
মেষ -আজ নতুন উপার্জনের পথ খুলে যাবে মেষ রাশির জাতকদের সামনে। নতুন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা পেতে পারেন। গৃহঋণ নিতে চাইলে মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের স্বাস্থ্যহানি আপনাকে চিন্তায় রাখবে।
বৃষ- নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ শুরু করলে আজ তা ফলপ্রসু হবে। শরিকি দ্বন্দ্ব মিটে যেতে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ স্থির হবে। সরকারি চাকরি পাওয়ার সুখবর আসবে। বৃষ রাশির জাতকের গুরুজনের চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে।
মিথুন- আজ কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। অফিসে উন্নতি করতে পারবেন। মিথুন রাশির জাতকদের সম্পর্কে জটিলতা কমবে। পুরোনো বাড়ি সংস্কারের কাজে হাত দিতে পারেন। অসাধু প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন।
কর্কট – আজ প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে কর্কট রাশির জাতকদের। অন্যের ভুল উপদেশ মেনে বিপথে চালিত হতে পারেন। জল বাহিত রোগের কারণে শারীরিক সমস্যা বাড়তে পারে। রাজনৈতিক বিবাদ এড়িয়ে চলুন। বড় ভাই-বোনের থেকে উপকার পেতে পারেন।
সিংহ-আগের নেওয়া ঋণ শোধ হতে পারে। শিল্পী ও কলাকুশলীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। অহেতুক অর্থ অপচয় করার যোগ রয়েছে। বিষাক্ত প্রাণীর কামড় খেতে পারেন। কর্মসূত্রে বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। ছোট ভাই-বোনের সঙ্গে আইনি সমস্যায় জড়াতে পারেন।
কন্যা- আজ মানসিক উদ্বেগ বাড়বে কন্যা রাশির জাতকদের। চর্মরোগের প্রকোপ বাড়তে পারে। অনিশ্চিত জায়গায় অর্থ বিনিয়োগ করলে সমস্যা হবে। গোপন তথ্য প্রকাশ করে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে।
তুলা-তুলা রাশির জাতকদের আজ বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে। ব্যবসা লাভজনক হবে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। গুপ্তশত্রুর কারণে সমস্যায় পড়তে পারেন। টাকা ধার দিলে তা ফেরত পেতে সমস্যা হবে।
বৃশ্চিক-আবেগের বশে কোনও কাজ করে আজ অনুতপ্ত হতে পারেন। জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে। গোপন প্রেমের সম্পর্কে জড়াতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা আজ কঠিন হবে। যে কোনও রকম আইনি জটিলতা এড়িয়ে চলুন।
ধনু-আজ পেশা পরিবর্তন করতে পারেন ধনু রাশির জাতকরা। বাড়িতে নিকট আত্মীয়ের আগমন হতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। অযোগ্য ব্যক্তিকে ধার বা অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করলে সমস্যায় পড়তে পারেন। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে।
মকর- আজ চুক্তিভিত্তিক কাজ ও দালালির ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে। সন্তানের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির কারণে সমস্যায় পড়তে পারেন। উত্তরাধিকার সূত্রে বৈষয়িক লাভ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। অপ্রয়োজনে ব্যয় হতে পারে।
কুম্ভ- আজ গলার সমস্যায় কষ্ট পেতে পারেন কুম্ভ রাশির জাতকরা। জ্ঞাতি শত্রুতার কারণে মানসিক অবসাদ বাড়বে। আইনি জটিলতায় সমস্যায় পড়তে পারেন। নতুন পরিকল্পনা আজ সবার সামনে প্রকাশ না করাই ভালো। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়তে পারেন।
মীন- আজ আগুন থেকে বিপদ হওয়ার আশঙ্কা আছে। দাম্পত্যে মতবিরোধ বাড়বে। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। পুরোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। নিকট আত্মীয়ের কথায় আঘাত পেতে পারেন। খাদ্যে বিষক্রিয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের নতুন অতিথি আসতে পারে।