Abhishek Challenges BJP On SIR : SIR নিয়ে ফের বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের! SIR নিয়ে নির্বাচন কমিশনকেও দিলেন শর্ত!

78

ডিজিটাল ডেস্ক, ১৩ অগাস্ট : ভোটার তালিকা সংশোধনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যদি কেন্দ্র নির্বাচন কমিশনের প্রস্তাবিত SIR-কে সমর্থন করে, তাহলে নৈতিক দায়বদ্ধতার কারণে লোকসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া উচিত (Abhishek Challenges BJP On SIR)।

SIR এবং ভোটার তালিকায় ত্রুটির বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন করছে ইন্ডিয়া জোট। কিছুদিন আগে নির্বাচন কমিশনের সদর দফতরে অভিযানে বিরোধী সাংসদরা রীতিমতো নিগ্রহের শিকার হন। এরপর মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, নৈতিকতা থাকলে লোকসভা ভেঙে দেশজুড়ে SIR করানো উচিত। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আবারও একই চ্যালেঞ্জ তুলেছেন তিনি, সরাসরি বিজেপির উদ্দেশ্যে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “নির্বাচন কমিশন স্বীকার করছে ভোটার তালিকায় ত্রুটি ও বেনিয়ম রয়েছে। কিন্তু এক বছর আগেই এই ভোটার তালিকাই ব্যবহার করে লোকসভা নির্বাচন হয়েছে। যদি ভারত সরকার সত্যিই নির্বাচন কমিশনের এই অভিযোগকে মেনে নেয়, তাহলে তাদের উচিত নৈতিক দায়বোধ নিয়ে লোকসভা ভেঙে দেওয়া। SIR-এর পক্ষে যারা আছেন, তাদের বলতে হবে, দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”

শুধু সরকারের নয়, নির্বাচন কমিশনকেও তিনি কড়া চ্যালেঞ্জ ছুড়েছেন। অভিষেক বলেন, “যদি বর্তমান নির্বাচন কমিশনার নিজেকে সত্যিই নিরপেক্ষ মনে করেন, তাহলে শুধু ভোটমুখী রাজ্যগুলিতে নয়, গোটা দেশে SIR প্রক্রিয়া চালু করুন। তবে আগে লোকসভা ভেঙে দিয়ে সারাদেশে SIR করানো হোক, তারপর নির্বাচন করুক। দেশের মানুষের সামনে মুখোমুখি হন।”

বস্তুত, SIR ইস্যুতে বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়াচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছে তৃণমূল। এবার অভিষেকের এই নতুন চ্যালেঞ্জের জবাবে বিজেপি কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।