CPM BJP Clash Dead Body : মৃত নার্সের দেহ নিয়ে বচসা! মর্গের সামনে বিজেপি-সিপিএমের বচসা গড়াল হাতাহাতি পর্যন্ত

64

ডিজিটাল ডেস্ক, ১৫ অগাস্ট : সিঙ্গুরের এক নার্সিংহোমের নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কলকাতা মেডিক্যাল কলেজের সামনে উত্তেজনা ছড়িয়েছে (CPM BJP Clash Dead Body)। সেখানে হাজির হয়েছেন বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা। দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে তুমুল বচসা ও হইচই। মৃতদেহের দখল নিয়ে বিরোধ তৈরি হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে নার্সের দেহ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে, তা ঘিরে উত্তেজনা ছড়ায়। দেহ মেডিক্যাল কলেজে পৌঁছতেই সেখানে হাজির হন বিজেপি ও সিপিএমের কর্মী-সমর্থকেরা। এরপরই শুরু হয় দেহ দখলকে কেন্দ্র করে তুমুল বচসা, যা পরে গড়ায় হাতাহাতিতে। সিপিএমের অভিযোগ, নার্সের দেহ ‘হাইজ্যাক’ করার চেষ্টা চলছে। মৃতার পরিবারের সদস্যরা মর্গের সামনে একটি গাড়ির ভিতরে বসে রয়েছেন।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রাজনৈতিক চাপানউতোরে। বিজেপি ও বাম শিবির একে অপরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে রক্ষা করার অভিযোগ তোলে।

বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ অভিযোগ করে বলেন, “আমরা চাই মৃত নার্সের ময়নাতদন্ত হোক AIIMS বা কম্যান্ড হাসপাতালে। কিন্তু সিপিএম এখানে এসে তৃণমূলের হয়ে সেটা বাধা দিচ্ছে। ওরা এই ধরনের রাজনীতি দিল্লিতে গিয়ে করুক।”

এর জবাবে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “তৃণমূলের হয়ে বিজেপি এখন মৃতার পরিবারকে কিনে নিতে চাইছে। তৃণমূল নিজেরা আসার সাহস পাচ্ছে না, তাই বিজেপিকে সামনে পাঠিয়ে দিয়েছে।”

সিঙ্গুরের নার্স দীপালী জানার রহস্যজনক মৃত্যু ঘটে গত বুধবার। মৃতার বাবা অভিযোগ করেছেন, ওই রাত ১১টা নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে তাঁদের দ্রুত আসতে বলা হয়। কারণ জানতে চাইলে জানানো হয়, দীপালী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়েই তাঁরা নার্সিংহোমে ছুটে যান, কিন্তু সেখানে দীপালিকে দেখতে পান না। তাঁদের জানানো হয়, পুলিশ এসে দীপালির দেহ নিয়ে গিয়েছে।

যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করছে, দীপালির পরিবার সন্দেহ প্রকাশ করে বলেছে, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় পুলিশ নার্সিংহোমের মালিক এবং দীপালির প্রেমিককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।