Indigo Flight Problem : খারাপ আবহাওয়া! ফের বিপদে ইন্ডিগো বিমান!

80

ডিজিটাল ডেস্ক, ১৬ অগাস্ট : মুম্বই বিমানবন্দরে শনিবার (১৬ আগস্ট) এক ভয়াবহ দুর্ঘটনা অল্পের জন্য এড়াল ইন্ডিগোর একটি এয়ারবাস A321 বিমান। খারাপ আবহাওয়ার কারণে নিম্ন উচ্চতায় ‘গো-অ্যারাউন্ড’ করতে গিয়ে বিমানের লেজ রানওয়ের সঙ্গে স্পর্শ করে। তবে পাইলটের দক্ষতায় দ্বিতীয়বারের চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে (Indigo Flight Problem)।

এয়ারলাইন সংস্থার তরফে জানানো হয়েছে, “শনিবার মুম্বইয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে একটি ইন্ডিগো এয়ারবাস A321 বিমান গো-অ্যারাউন্ড চালানোর সময় রানওয়ের সঙ্গে লেজের সংস্পর্শ ঘটে। এরপর পাইলট নতুন করে অ্যাপ্রোচ নিয়ে সফলভাবে বিমানটি অবতরণ করান।”

উল্লেখযোগ্যভাবে, বিমানের অবতরণের সময় যদি পরিস্থিতি অনুকূল না থাকে বা রানওয়ের নিরাপত্তা নিয়ে সন্দেহ দেখা দেয়, তাহলে পাইলটরা ‘গো-অ্যারাউন্ড’ পদ্ধতি গ্রহণ করেন। এতে বিমানটি রানওয়ে স্পর্শ করার আগেই আবার আকাশে উঠে যায় এবং পুনরায় অবতরণের প্রস্তুতি নেয়। ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, “বিমান চলাচলের সমস্ত নিরাপত্তা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিমানটিকে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামতের পর নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে তবেই ফের উড়ানের জন্য ব্যবহার করা হবে।”

সংস্থার দাবি, যাত্রী, কেবিন ক্রু এবং বিমানের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি, এই ঘটনার কারণে পরবর্তী বিমান পরিষেবায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে যে কোনও সময় বিমান জটিল পরিস্থিতির মুখে পড়তে পারে। তবে শনিবারের ঘটনায় অভিজ্ঞ পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও নিয়ম মেনে পদক্ষেপ গ্রহণের ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।